রেলের আমন্ত্রণ পত্রে শুভেন্দু ও শমীক - দুজনেই বিরোধী দলনেতা
ভুলটা বুঝতে অনেকটা দেরি করে ফেলেছে মেট্রোরেল। ফলে প্রথম চিঠি বাতিল করে দ্বিতীয় চিঠি কখন যে সকলের হাতে পৌঁছাবে তা নিয়ে প্রশ্ন উঠেছে। অথচ আর কয়েক ঘন্টা পরেই প্রধানামন্ত্রী কলকাতায় আসছেন। প্রধানমন্ত্রীর কর্মসূচির আমন্ত্রণপত্রে দু’জন ‘বিরোধী দলনেতা’র নাম ছাপালেন কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। শুক্রবার কলকাতায় এসে তিনটি নতুন মেট্রোপথের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই কর্মসূচিতে উল্লেখযোগ্য উপস্থিতির যে তালিকা, তাতে ‘বিরোধী দলনেতা’ হিসেবে শুধু শুভেন্দু অধিকারীর নাম নেই। ছাপানো হয়েছে শমীকে ভট্টাচার্যর নামও। তবে বিষয়টা নজরে আসতেই ওই কার্ড বাতিল করে নতুন কার্ড তৈরী করছে মেট্রো কর্তৃপক্ষ।
শুক্রবার বিকেল ৪টে ১৫ মিনিট নাগাদ যশোহর রোড মেট্রো স্টেশন থেকেই ইয়েলো লাইনের (নোয়াপাড়া-বারাসত) নোয়াপাড়া থেকে জয়হিন্দpp বিমানবন্দর স্টেশন পর্যন্ত অংশে মেট্রো চলাচলের আনুষ্ঠানিক সূচনা করার কথা প্রধানমন্ত্রী মোদীর। ওই স্টেশন থেকেই ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে অরেঞ্জ লাইনের (নিউ গড়িয়া-বিমানবন্দর) হেমন্ত মুখোপাধ্যায় স্টেশন (রুবি) থেকে বেলেঘাটা স্টেশন এবং গ্রিন লাইনের (সেক্টর ফাইভ-হাওড়া ময়দান) এসপ্ল্যানেড স্টেশন থেকে শিয়ালদহ স্টেশন অংশে মেট্রো চলাচলের আনুষ্ঠানিক সূচনা করার কথা প্রধানমন্ত্রীর। আমন্ত্রণপত্রে উদ্বোধক হিসাবে প্রধানমন্ত্রী মোদীর নামই ছাপানো হয়েছে। তা ছাড়া উল্লেখযোগ্য উপস্থিতির যে তালিকা রয়েছে, তাতে ন’জনের নাম রয়েছে। রাজ্যপাল সিভি আনন্দ বোস, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, রেল প্রতিমন্ত্রী রবনীত সিংহের নাম রয়েছে। এ রাজ্য থেকে মনোনীত দুই কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর ও সুকান্ত মজুমদারের নাম রয়েছে। আর নাম রয়েছে শুভেন্দু অধিকারী ও শমীক ভট্টাচার্যের।