পূর্ব বর্ধমান
পূর্ব বর্ধমানে হয়ে গেলো রাজ্য স্কুল গেমস ক্যারাটে প্রতিযোগীতা
শরীর চর্চা ও ব্যক্তিগত নিরাপত্তার কারণে এই মুহূর্তে স্কুলের ছেলে মেয়েরা ক্যারাটে প্রশিক্ষণে মন দিয়েছে। তাদের থেকেই বেরিয়ে আসছে অনেক বড়ো বড়ো খেলোয়াড়। এই জেলার চারটি মহকুমা- বর্ধমান সদর উত্তর, বর্ধমান সদর দক্ষিণ,কালনা এবং কাটোয়ার বিভিন্ন স্কুল থেকে প্রতিযোগীরা অংশগ্রহণ করে। মোট ৩৩ টি বিভাগে প্রতিযোগীরা নিজেদের মধ্যে প্রতিদ্বন্দিতার মধ্য দিয়ে দক্ষতা তুলে ধরে। প্রতিটি বিভাগের প্রথম স্থানাধিকারীরা অংশগ্রহণ করবে ৬৯ তম রাজ্য স্কুল গেমস ক্যারাটে প্রতিযোগীতায়। সিলেকশন ট্রায়ালে টেকনিক্যাল সহযোগীতা প্রদান করে ক্যারাটে-ডো অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল দ্বারা অনুমোদিত জেলা সংস্থা বর্ধমান ক্যারাটে-ডো অ্যাসোসিয়েশন।প্রধান নির্বাচক হিসেবে উপস্থিত ছিলেন এশিয়ান ক্যারাটে ফেডারেশনের বিচারক রেনসি দেবাশিস কুমার মণ্ডল। এছাড়াও ছিলেন ছয়জন ক্যারাটে ইন্ডিয়া সংস্থার জাতীয় বিচারক।
পূর্ব বর্ধমান জেলা স্কুল গেমসের সাধারণ সম্পাদক অরুণাভ কোনার জানান, প্রতিটি বিভাগের প্রথম স্থানাধিকারীরা আগামী ৬৯ তম রাজ্য স্কুল গেমস ক্যারাটে প্রতিযোগিতার জন্য নির্বাচিত হয়েছে। পূর্ব বর্ধমান জেলা স্কুল গেমসের জয়েন্ট সেক্রেটারি প্রদীপ্ত কুমার ঘোষ বলেন, এবারের জেলা ক্যারাটে স্কুল গেমস খেলা সুষ্ঠ ও সুন্দরভাবে সম্পন্ন হয়েছে এবং সকলে খুব খুশি। আগামী দিনে প্রতিযোগীরা রাজ্যস্তরেও ভাল ফলাফল করবে বলে আশা করা যায়।