Type Here to Get Search Results !

রবিবার বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু - কোন রাস্তায় গাড়ি চলবে বিস্তারিত জানালো কলকাতা পুলিশ

কলকাতা 


রবিবার বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু - কোন রাস্তায় গাড়ি চলবে বিস্তারিত জানালো কলকাতা পুলিশ 



  ব্রিজ রক্ষণাবেক্ষণ যে খুবই জরুরি তাতে কোনো সন্দেহ নেই। তারমধ্যে বর্ষার শেষ একবার ভালো করে ব্রিজটিকে পরীক্ষা করতে হবে। সেই কারণেই রবিবার ভোর ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু। কলকাতা পুলিশের তরফে এই প্রসঙ্গে একটি বিবৃতি জারি করা হয়েছে। দ্বিতীয় হুগলি সেতুতে যানচলাচল বন্ধ থাকলে, সাধারণ মানুষ ভোগান্তির শিকার হবেন, সে বিষয়ে কোনও সন্দেহ নেই। এই পরিস্থিতিতে যানজট কমিয়ে যানচলাচল স্বাভাবিক রাখাই চ্যালেঞ্জ কলকাতা পুলিশের। তাই বিকল্প রুটে যান চলাচলের বন্দোবস্ত করা হয়েছে। 


  পুলিশ জানিয়েছে -


* এ জেসি রোড থেকে আসা গাড়িগুলি হেস্টিংস ক্রসিং হয়ে জর্জ গেট রোড, স্ট্র্যান্ড রোড হয়ে হাওড়া ব্রিজ দিয়ে যাতায়াতের বন্দোবস্ত করা হবে।

* হেস্টিংস ক্রসিং হয়ে স্ট্র্যান্ড রোড ধরে সিজিআর রোড ব্যবহারকারীদের হাওড়া ব্রিজে পৌঁছতে হবে।

* কেপি রোড ব্যবহারকারীদের ১১ ফার্লং গেট হয়ে কেপি রোড থেকে রেড রোড হয়ে হাওড়া ব্রিজে উঠতে হবে।

* খিদিরপুর দিক থেকে সিজিআর রোড ধরে বিদ্যাসাগর সেতুর দিকে আসা সকল ধরণের যানবাহন পূর্বমুখী হলে হেস্টিংস ক্রসিং থেকে বাম দিকে মোড় নিয়ে সেন্ট জিওর্জেস গেট রোড হয়ে -স্ট্র্যান্ড রোড ধরে হাওড়া ব্রিজ ব্যবহার করা হবে।

  

   হাওড়া, সাঁতরাগাছির বিভিন্ন এলাকার সঙ্গে শহর কলকাতার সড়ক পথে যোগাযোগের অন্যতম মাধ্যম বিদ্যাসাগর সেতু বা দ্বিতীয় হুগলি সেতু। এছাড়া রাজ্যের প্রশাসনিক ভবন নবান্নের জেরে এই সেতু যথেষ্ট গুরুত্বপূর্ণ। নিত্যদিন প্রায় ছোট বড় মিলিয়ে কয়েক হাজার গাড়ি যাতায়াত করে। বয়সের নিরিখে বিদ্যাসাগর সেতু ৩৩ বছরে পা রেখেছে। ৮২৩ মিটার দীর্ঘ এই সেতুটি ভারতে দীর্ঘতম কেবল সেতু।


Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.