Type Here to Get Search Results !

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামানোর মধ্যস্থতা থেকে সরে আসছেন ট্রাম্প

 আন্তর্জাতিক 


রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামানোর মধ্যস্থতা থেকে সরে আসছেন ট্রাম্প 




  ট্রাম্পের মধ্যে একটা ক্ষীণ আশা ছিল শান্তিতে নোবেল পুরস্কার পাবার। কিন্তু উনি বুঝতে পারছেন সেই আশা বাস্তবে রুপ পাবে না। এবার তিনি যুদ্ধ থামানোর প্রচেষ্টা থেকে সরে আসছেন। ইউক্রেন যুদ্ধে নতুন মোড়! তিন ঘণ্টার আলাস্কা বৈঠকেও সমাধানসূত্র না মেলার পরে এবার মধ্যস্থতার পথ থেকে সরে আসছেন ডোনাল্ড ট্রাম্প। জানা গিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ বন্ধের প্রচেষ্টায় সরাসরি অংশগ্রহণ থেকে সরে আসছেন। ট্রাম্প সহযোগীদের জানিয়েছেন, তিনি চান মার্কিন-মধ্যস্থতায় শীর্ষ সম্মেলনে যোগদানের আগে রাশিয়া এবং ইউক্রেনের নেতারা একান্তে দেখা করুন। সেই বৈঠকে মার্কিন মধ্যস্থতা চাইছেন না ট্রাম্প।  


  জানা গিয়েছে, ট্রাম্পের নজরে ইউক্রেনের যুদ্ধের অবসানের ক্ষেত্রে পরবর্তী ধাপ হলো পুতিন এবং জেলেনস্কির মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক। যদিও সেই বৈঠক হবে কিনা তা এখনও অনিশ্চিত। একটি রেডিও সাক্ষাৎকারে ট্রাম্প জানিয়েছেন, “তারা বৈঠক আয়োজনের চেষ্টা করছেন এবং আমি দেখতে চাই বৈঠকে কী হয়।” এই কৌশল ট্রাম্পের নির্বাচনী প্রচার প্রতিশ্রুতির থেকে একদম আলাদা। দ্রুত সাফল্য অর্জনের চেষ্টার বদলে এই ক্ষেত্রে ট্রাম্প ধিরে চলো নীতি নিয়েছেন। তবে ট্রাম্প অনেকটাই হতাশ। তিনি বুঝতে পারছেন, বিশ্ব শান্তি প্রতিষ্ঠার জন্য তার এই উদ্যোগকে প্রায় কেউ খুব ভালো চোখে দেখছে না। তাই তিনিও ধীরে ধীরে সেই পথ থেকে সরে আসছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.