অফবিট
'কেন দুটোর বদলে আমি একটা লাড্ডু পেলাম' - ফোন করে মুখ্যমন্ত্রীর কাছে সোজা অভিযোগ জানালো যুবক
এমন ঘটনা বলেই তো এটা আজকের একটা অফবিট নিউজ। ঘটনটা উত্তর প্রদেশের।
মুখ্যমন্ত্রীর হেল্পলাইন নম্বরে ফোন করে এমনই অস্বাভাবিক অভিযোগ করলেন মধ্যপ্রদেশের ভিন্দ জেলার বাসিন্দা কমলেশ। তাঁর দাবি স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে তিনি দুটির পরিবর্তে কেবল একটি মাত্র লাড্ডু পেয়েছেন। জানা গিয়েছে, গ্রাম পঞ্চায়েত ভবনে স্বাধীনতা দিবস উদযাপনের সময় এই ঘটনাটি ঘটে। পতাকা উত্তোলনের পর সকলের মধ্যে লাড্ডু বিতরণ করা হয়। সেই সময় ওই গ্রামের বাসিন্দা কমলেশ কুশওয়াহাকে একটি মিষ্টি দেওয়া হয়। তিনি দুটি মিষ্টি চাইলেও তাঁর দাবি প্রত্যাখ্যান করা হয়।
এরপরেই আজব কাণ্ডটি ঘটান কমলেশ। পঞ্চায়েত ভবনের বাইরে থেকেই সরাসরি মুখ্যমন্ত্রীর হেল্পলাইনে ফোন করে প্রতিবাদ জানান তিনি। অভিযোগে কুশওয়াহা লিখেছেন, পতাকা উত্তোলনের পর পঞ্চায়েত সঠিকভাবে মিষ্টি বিতরণ করতে ব্যর্থ হয়েছে এবং বিষয়টির সমাধান করা প্রয়োজন। পঞ্চায়েত সচিব রবীন্দ্র শ্রীবাস্তব পরে ঘটনাক্রম নিশ্চিত করেন। তিনি জানান, “গ্রামবাসীরা বাইরে রাস্তার ধারে দাঁড়িয়ে ছিলেন। পিয়ন তাঁকে একটি লাড্ডু দেন, কিন্তু তিনি দুটি লাড্ডু নেওয়ার জন্য জোর করেন। দাবি প্রত্যাখ্যান করায় তিনি মুখ্যমন্ত্রীর হেল্পলাইনে ফোন করেন।” ভাবমূর্তির বাঁচানোর চেষ্টায় অভিযোগকারীর কাছে ক্ষমা চাওয়ার সিদ্ধান্ত নিয়েছে পঞ্চায়েত।