উঃ ২৪ পরগনা
ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে সল্টলেক সেক্টর ফাইভ এর টাউন স্কয়ার
সেক্টর ফাইভ ও নিউটাউন সারাদিন কর্মব্যস্ত থাকে। কিন্তু তাদেরও বিনোদনের প্রয়োজন।
সকাল থেকেই তথ্যপ্রযুক্তি নগরীর ব্যস্ততা তুঙ্গে থাকলেও, সারাদিনের কর্মব্যস্ততার পর একটু আড্ডা ও মন ভালো করে দেওয়ার জন্য এতদিন এই এলাকায় তেমনভাবে কোন জায়গা না থাকলেও, অফিস পাড়ার বিনোদনের এক আকর্ষণ হয়ে উঠেছে এই টাউন স্কয়ার। তথ্যপ্রযুক্তি নগরীর আকাশ ছোয়া অফিস বিল্ডিং এর মাঝেই তৈরি হয়েছে এই মন ভালো করে দেওয়ার জায়গা। ফলে অফিস শেষে বন্ধুদের বা কাছের মানুষের সঙ্গে আড্ডা এমন কি এখন সেলফি তোলা থেকে শুরু করে এই স্থানে হাজির হচ্ছেন বহু মানুষ। আর তাই ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে সল্টলেক সেক্টর ফাইভ এর টাউন স্কয়ার।
স্টিল ও কাচ ব্যবহার করে আধুনিকভাবে সেজে উঠেছে সল্টলেকের এই চত্বর। আরবিডি মল থেকে ইনফিনিটি পর্যন্ত কেবলমাত্র পথচারীদের জন্যই সেজে উঠছে এই এলাকা। এই জায়গায় চলাচল করতে পারে না কোন যানবাহন। সন্ধ্যের নামলেই জ্বলে ওঠে হরেক রকমের এলিডি আলো স্ট্রেন দেখে মনে হবে যেন মুহূর্তেই আপনি পৌঁছে গেছেন বিদেশের কোন জনপ্রিয় জায়গায় পাটায়া বা থাইল্যান্ডে। নবদিগন্ত ইনডাস্ট্রিয়াল টাউনশিপ অথরিটি এই নতুন জোনটি তৈরী করছে ওয়াশিংটন মনুমেন্টের ধাঁচে। ফলে স্টিল, কাঁচ দিয়ে নানা ধরনের সাজসজ্জায় চারপাশটা একেবারে ঝলমল করছে বাহারি আলোতে। এছাড়াও এই জোনে আছে সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য মঞ্চ। যেখানে মাঝে মাঝেই নানারকম অনুষ্ঠানও হয়।