Type Here to Get Search Results !

সুন্দরবনের টাইগার রিজ়ার্ভ ফরেস্টের এলাকা বেড়ে এখন দেশের দ্বিতীয় বৃহত্তম রিজার্ভ ফরেস্ট সুন্দরবন

 দঃ ২৪ পরগনা 


সুন্দরবনের টাইগার রিজ়ার্ভ ফরেস্টের এলাকা বেড়ে এখন দেশের দ্বিতীয় বৃহত্তম রিজার্ভ ফরেস্ট সুন্দরবন 




  সুন্দরবনে বাঘের বাসযোগ্য এলাকা অনেকটাই বৃদ্ধি পেয়েছে। ফলে বেড়েছে বাঘেদের স্বাধীনতা। বর্তমানে বাঘ বিচরণের জায়গা বেড়ে দেশের দ্বিতীয় বৃহত্তম বাঘের বন হিসাবে উঠে এসেছে সুন্দরবনের কথা। মহারাষ্ট্রের মেলঘাট, ওডিশার সিমলিপাল, অসমের মানস আর ছত্তিসগড়ের ইন্দ্রাবতী টাইগার রিজ়ার্ভকে পিছনে ফেলে একধাক্কায় দেশের দ্বিতীয় বৃহত্তম বাঘের বন হিসাবে উঠে আসছে সুন্দরবন। এখন সামনে শুধু রয়েছে অন্ধ্রপ্রদেশের নাগার্জুন সাগর-শ্রীশৈলম টাইগার রিজ়ার্ভ। 


  এখনও পর্যন্ত বাদাবনে বাঘের আবাস ছিল ২৫৮৫ বর্গ কিলোমিটার, এই বার সেটি ১০৪৪ বর্গ কিলোমিটার বেড়ে হতে চলেছে ৩৬২৯ বর্গ কিলোমিটার। বর্তমানে সুন্দরবন টাইগার রিজ়ার্ভে এবার জুড়বে রামগঙ্গা, রায়দিঘি ও মাতলা রেঞ্জ। রাজ্য সরকারের পক্ষ থেকে নোটিফিকেশন জারি করে জানানো হবে, বর্ধিত এলাকার কতটা অংশ কোর এরিয়া ও কতটা বাফার এরিয়া। ১০৪৪ বর্গ কিলোমিটার নতুন তিনটি রেঞ্জ 'বাফার এরিয়া' হিসাবে এসটিআর-এ জুড়বে বলে রাজ্য বন দফতর সূত্রে খবর। বর্তমানে এসটিআর-র হাতে রয়েছে চারটি রেঞ্জ জাতীয় উদ্যান(পূর্ব), জাতীয় উদ্যান(পশ্চিম), সজনেখালি এবং বসিরহাট। এর সঙ্গেই এবার জুড়ে যাবে দক্ষিণ ২৪ পরগনা বনবিভাগের তিনটি রেঞ্জ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.