Type Here to Get Search Results !

নতুন সাজে সেজে উঠেছে নিউ ব্যারাকপুরের ডাঃ বি. সি. রায় জেনারেল হাসপাতাল

 উঃ ২৪ পরগনা 


নতুন সাজে সেজে উঠেছে নিউ ব্যারাকপুরের ডাঃ বি. সি. রায় জেনারেল হাসপাতাল




  হাসপাতালের খোল-নলছে সম্পূর্ণ পাল্টে ফেলা হয়েছে। একদম নতুন সাজে সেজে উঠেছে এই হাসপাতাল। আধুনিক চিকিৎসা ও উন্নত পরিকাঠামো নিয়ে হাসপাতালটি এবার হয়ে উঠল উত্তর ২৪ পরগনা জেলার পাশাপাশি নিউ ব্যারাকপুর-মধ্যমগ্রামের বিস্তীর্ণ এলাকার মানুষের চিকিৎসা পরিষেবা পাওয়ার অন্যতম এক ঠিকানা। হাসপাতালের তরফে জানানো হয়েছে, এদিন থেকে একাধিক পরিষেবা চালু হচ্ছে। এর মধ্যে রয়েছে ২৪ ঘণ্টা জরুরি বিভাগ, আই.সি.সি.ইউ ও এইচ.ডি.ইউ, ফ্যাকো মেশিনের সাহায্যে স্বল্প খরচে চক্ষু অপারেশন, বার্ন ইউনিট ও এইচ.আই.ভি ইউনিট। 


  পাশাপাশি শীতাতপ নিয়ন্ত্রিত পুরুষ ও মহিলা কেবিন, অস্থি প্রতিস্থাপন ব্যবস্থা, নিউরো সার্জারি বিভাগ, উন্নতমানের ইকোকার্ডিওগ্রাফি, কালার ডপলার, ইউ.এস.জি, পেসমেকার প্রতিস্থাপন, কাউন্সেলিং সেন্টার এবং আধুনিক গাইনোকলজি চিকিৎসাও মিলবে। হাসপাতালের এই আধুনিকীকরণে বিশেষ ভূমিকা নিয়েছেন রাজ্যের অর্থমন্ত্রী তথা স্থানীয় বিধায়ক চন্দ্রিমা ভট্টাচার্য্য। হাসপাতালের ভবিষ্যৎ পরিকল্পনাতেও একাধিক পরিষেবা থাকছে বলে জানা গিয়েছে। এর মধ্যে রয়েছে নতুন ভবন নির্মাণ, সিটি স্ক্যান ও ক্যাথ ল্যাব চালু, লাইফ সেভিং অ্যাম্বুলেন্স পরিষেবা এবং ডায়ালিসিস ইউনিট।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.