Type Here to Get Search Results !

এবার নিয়োগ দুর্নীতিতে বিপাকে রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিন্হা

 এবার নিয়োগ দুর্নীতিতে বিপাকে রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিন্হা




  নিয়োগ দুর্নীতি নিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের পরে বিপাকে আরেক মন্ত্রী চন্দ্রনাথ। বিরোধীরা প্রথম থেকেই বলেছেন এটা একটা প্রতিষ্ঠানিক দুর্নীতি। বুধবার আদালতে ইডি (ED) জানাল, রাজ্যের ক্ষুদ্র এবং কুটির শিল্পমন্ত্রী চন্দ্রনাথ সিনহার (Chandranath Sinha) বিরুদ্ধে দেওয়া চার্জশিটে অনুমোদন দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। অনুমোদন মিলতেই আদালতে গৃহীত হয়েছে চার্জশিট। এদিন আদালতের নির্দেশ, চন্দ্রনাথ সিনহাকে ১৫ দিনের মধ্যে তলবের সমন পাঠাতে হবে। উল্লেখ্য, অগাস্টেই কলকাতার বিশেষ সিবিআই আদালতে চন্দ্রনাথের বিরুদ্ধে চার্জশিট জমা দেয় ইডি। কিন্তু এতদিন রাজভবন থেকে চার্জশিটের অনুমোদনের প্রয়োজনীয় নথি হাতে না-পাওয়ায় বিচারপ্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়া যাচ্ছিল না। তবে এবার রাজভবন তরফে অনুমতি মিলল। এবার মন্ত্রীর বিরুদ্ধে বিচারপ্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ায় আর কোনও বাধা থাকল রইল না। 


  প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতিতে ধৃত কুন্তল ঘোষের রেজিস্টারের সূত্র ধরে মন্ত্রী চন্দ্রনাথ সিনহার নিচুপট্টির বাড়িতে তল্লাশি চালিয়েছিল ইডি। মন্ত্রীর বাড়ি থেকে ৪১ লক্ষ টাকা নগদ বাজেয়াপ্ত করা হয়। সেই সময় মন্ত্রীর ফোনও বাজেয়াপ্ত করা হয়েছিল। পরে সেই ফোনটি খোলার জন্য মন্ত্রীকে তলব করা হয়েছিল। রাজ্যের প্রাথমিক নিয়োগ দুর্নীতির তদন্তের সূত্রে মন্ত্রীকে তলব করেছিল ইডি। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় যুব তৃণমূলের বহিষ্কৃত নেতা কুন্তল ঘোষকে ২০২৩ সালের জানুয়ারিতে গ্রেফতার করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সূত্রের খবর, তল্লাশি চালিয়ে কুন্তলের বাড়ি থেকে একাধিক তথ্য মিলেছিল। একটি রেজিস্টারও উদ্ধার করা হয়েছিল। আর তাতেই নাম ছিল রাজ্যের ক্ষুদ্র ও কুটিরশিল্প মন্ত্রী চন্দ্রনাথ সিনহার।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.