Type Here to Get Search Results !

জ্যোতিষ মেনে গণেশ চতুর্থীর দিন করুন এই কয়েকটি কাজ

 ধর্মকথা 


জ্যোতিষ মেনে গণেশ চতুর্থীর দিন করুন এই কয়েকটি কাজ




  গণেশ চতুর্থী (Ganesh Chaturthi) দিয়ে পুজোর দামামা কার্যত বেজে যায়। যে কোনও শুভ কাজের আগে গণেশ পুজো মাস্ট। গণেশ চতুর্থীর দিন ভক্তিভরে গণেশের পুজো করার পাশাপাশি কয়েকটি কাজ করলে জীবনে একদিকে উন্নতি হবে, পাশাপাশি কপাল খুলবে, হাতে অর্থ আসবে। নিজেদের সাংসারিক জীবন শান্তির করার জন্য গনেশ পুজোর দিন অবশ্যই কয়েকটি বিশেষ কাজ করুন।


১) গণেশ চতুর্থীর দিন বাড়িতে গণেশের মূর্তি স্থাপন করতে হবে। যদি সম্ভব হয় তা হলে গণেশ যন্ত্রম স্থাপন করতে পারেন। এমনটা করলে ঘরে অশুভ শক্তি প্রবেশ করতে পারে না। শুভ শক্তির সঞ্চার হয়।


২) কোথায় গণেশের মূর্তি স্থাপন করবেন? একখানা ছোট কাঠের চৌকিতে গণেশের মূর্তি স্থাপন করতে পারেন। প্রথমে চৌকির ওপর খানিকটা গম এবং মুগডাল ছড়াতে হবে। তার ওপর একখানা লাল কাপড়/ লাল শালু পেতে সেখানে গণেশের মুর্তি স্থাপন করতে হবে।


৩) ঠাকুরের আসন বা সিংহাসন পূর্ব দিকে বা উত্তর দিকে রাখতে হবে। এবং গণেশ মূর্তি স্থাপনের পর সেই মূর্তির দুই দিকে একটা করে সুপুরি কমলা সিঁদুর মাখিয়ে রাখতে হবে।


৪) নৈবেদ্যে কী দেবেন? ফল, মিষ্টি, ঘি এবং গুড় দিতে পারেন। গণেশ পুজোর সামগ্রীতে দূর্বা ঘাস মাস্ট। পুজোর সময় গণেশের মূর্তির বাঁ দিকে এক গুচ্ছ দূর্বা ঘাস রাখতে হবে।


৫) কারও বাড়িতে যদি কেউ বিবাহযোগ্য থাকেন, তা হলে ওই দিন গণেশকে মালপোয়া, মোদক ও হলুদ রঙের মিষ্টি অর্পণ করতে হবে।


৬) গণেশ পুজোর দিন ভাল ফল পাওয়ার জন্য ১০৮ বার গণেশ মন্ত্র পাঠ করতে পারেন। তা হলে গণেশের আশীর্বাদ সবসময় বজায় থাকবে।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.