Type Here to Get Search Results !

পুরুলিয়ার মতো নামখানায় তৈরী হচ্ছে অসাধারণ মুখোশ

 দঃ ২৪ পরগনা 


পুরুলিয়ার মতো নামখানায় তৈরী হচ্ছে অসাধারণ মুখোশ 




  মুখোশের কারবার করে স্বনির্ভর হতে চলেছে নামখানার বহু পুরুষ ও মহিলা। এবার মুখোশ তৈরির বিরাট কর্মযজ্ঞ শুরু হল নামখানায়। আগেকার দিনে সুন্দরবনের গ্রামাঞ্চলে মুখোশের যে ব্যাপক ব্যবহার ছিল সেই সোনালি দিন ফেরাতে এবার মুখোশ তৈরি সেখানো হচ্ছে নামখানায়। নামখানার আর্ট অ্যান্ড ক্রাফট সেন্টার এই কাজ করছে। সুন্দরবনের মৌলেদের (মধু ও মোম সংগ্রহকারী পেশাদার ব্যক্তি বা সম্প্রদায়) ব্যবহার করা মুখোশ থেকে পুরুলিয়ার ছৌ নৃত্যের মুখোশ সবকিছুই তৈরি হচ্ছে এখানে।


  একসময় এই মুখোশের আলাদা গুরুত্ব ছিল সুন্দরবন এলাকায়। মৌলেরা যখন জঙ্গলে মধু সংগ্রহে যেতেন, তখন বাঘের হাত থেকে রক্ষার জন্য মাথায় পরতেন মুখোশ। তাঁদের বিশ্বাস ছিল, বাঘ মানুষকে সামনে থেকে আক্রমণ করতে ভয় পায়, আর সেই বিশ্বাসেই বনজীবনে মুখোশ ছিল অপরিহার্য। অন্যদিকে, গ্রামীণ যাত্রাশিল্প ও পালাগানের নাট্যমঞ্চেও বিভিন্ন চরিত্রকে ফুটিয়ে তুলতে এই মুখোশ ব্যবহার হত। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই মুখোশ তৈরির শিল্প ধীরে ধীরে হারিয়ে যাচ্ছিল। সেই শিল্পকেই আবার বাঁচাতে এগিয়ে এসেছেন নামখানার কয়েকজন শিল্পী। তাঁরা শুধু যাত্রার মুখোশই নয়, বিখ্যাত ছৌ নাচের মুখোশও তৈরি করছেন।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.