আজকের আবহাওয়া
আজ,বুধবার ফের বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। আবহাওয়া দপ্তরের পূর্বভাস, বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। যার ফলে ফের একবার ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তার আগে আজ কেমন থাকবে আবহাওয়া? বুধবার কোন কোন জেলা ভিজবে? রইল বিস্তারিত আবহাওয়ার পূর্বাভাস।
আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় মেঘাচ্ছন্ন আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। দুপুরের পর বেশ কিছু জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা, দুই উপকূলের জেলা পূর্ব মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, নদিয়ার মতো জেলাগুলিতে। এই জেলাগুলির সর্বত্র বৃষ্টি না হলেও বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আজ বজ্রবিদ্যুৎ-সহ ঝড়ো বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়। কলকাতা সহ হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ সহ সমস্ত জেলাই হালকা ভিজতে পারে। বৃহস্পতিবার ও শুক্রবারও একই রকম থাকতে পারে পরিস্থিতি।
আগামী কয়েকদিন কম-বেশি বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। বৃষ্টি হলেও আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকায় হাঁসফাঁস দশা হবে। আজ শহর কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৪-৩৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। তবে নিম্নচাপ সৃষ্টি হলে ফের বৃষ্টিপাত বাড়লে তখন ফের নামবে তাপমাত্রা।
অন্যদিকে উত্তরের জেলাগুলিতে ভারী বৃষ্টি চলছে। আজও সেই ধারা অব্যাহত থাকবে। আজ উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বাকি সমস্ত জেলায়। একইরকম আবহাওয়া থাকবে শুক্রবার পর্যন্ত।