Type Here to Get Search Results !

পাকিস্তানকে ‘সন্ত্রাসী দেশ’ ঘোষণার দাবি প্রাক্তন পেন্টাগন কর্তার

 আন্তর্জাতিক 


পাকিস্তানকে ‘সন্ত্রাসী দেশ’ ঘোষণার দাবি প্রাক্তন পেন্টাগন কর্তার


  পাকিস্তানকে যদি ডুবতে হয়, তাহলে অর্ধেক বিশ্বকে নিয়ে পাকিস্তান ডুববে। কারণ পাকিস্তান একটি পরমাণু শক্তিধর দেশ। সম্প্রতি আমেরিকায় এই ভাষাতেই হুমকি হয়েছে পাকিস্তানের পাক সেনাপ্রধান আসিম মুনির। তাঁর মন্তব্যে পর এবার পাকিস্তানকে সন্ত্রাসের দেশ ঘোষণার দাবি জানিয়ে কড়া প্রতিক্রিয়া এল আমেরিকা থেকেই। মুনিরকে ওসামা বিন লাদেনের সঙ্গে তুলনা করে প্রাক্তন পেন্টাগন কর্তা মাইকেন রুবিন জানালেন, আমেরিকার মাটিতে দাঁড়িয়ে এই ধরনের হুমকি কোনওভাবেই সহ্য করা হবে না। মুনিরের হুঁশিয়ারির পালটা কড়া হুঁশিয়ারি দিয়ে এদিন মাইকেন রুবিন বলেন, “পরমাণু শক্তিধর পাকিস্তানকে আর কোনওভাবেই দায়িত্বশীল দেশ বলা যায় না। আসিম মুনিরের ভাষণ আমাদের ওসামা বিন লাদেনের কথা মনে করিয়ে দেয়। পাকিস্তানকে ন্যাটো বহির্ভূত সহযোগীর তালিকা থেকে সরিয়ে সরকার সমর্থিত সন্ত্রাসের তালিকায় ঢোকানো উচিৎ।” 



  প্রাক্তন ওই মার্কিন আধিকারিকের কথায়, ”পাকিস্তান সেই দেশ যারা সন্ত্রাসবাদকে মদত যোগায়। ফলে এই দেশটিকে আমেরিকার সেন্ট্রাল কমান্ডের সদস্য তালিকা থেকে সরিয়ে দেওয়া ভীষণ প্রয়োজন।” এখানেই থামেননি প্রাক্তন ওই পেন্টাগণ কর্তা। মুনিরকে আমেরিকা থেকে দূর করে দেওয়ার দাবি তুলে তিনি বলেন, “মুনিরের মন্তব্যের পর এখনও পর্যন্ত পাকিস্তানের তরফে এই বিষয়ে কোনও ব্যাখ্যা দেওয়া হয়নি। যতদিন না তারা মুনিরের মন্তব্যের ব্যাখ্যা দিচ্ছে ও ক্ষমা চাইছে ততদিন আমেরিকায় পাক আধিকারিকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি হোক। ওদের ভিসা বাতিল করে অবাঞ্ছিত ব্যক্তি হিসেবে ঘোষণা করা হোক।”

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.