পুরুলিয়া
মৃতদেহ ঘরে ঢুকিয়ে বিক্ষোভ পুরুলিয়ার ঝালদায়
বেশ কিছুদিনের ধরেই চলেছে বিক্ষোভ। পুরুলিয়ার ঝালদার অন্তর্গত পাটঝালদা গ্রামীণ পোস্টঅফিসের ঘটনা। জানা যাচ্ছে, পুরুলিয়ার ঝালদা থানার পাটঝালদা গ্রামে পোস্টঅফিসে কয়েক বছর আগে কোটি টাকা তছরুপ করে পোস্টমাস্টার সৌম্য ভট্টাচার্য বলে অভিযোগ গ্রামবাসীদের। তারপরেই সে পালিয়ে যায়। তখন পোস্টমাস্টারের কাকা তীর্থঙ্কর ভট্টাচার্য প্রতিশ্রুতি দিয়েছিলেন ধীরে ধীরে সেই টাকা ফেরত দিয়ে দেবেন। কিন্তু পরবর্তীতে তা তিনি অস্বীকার করেন। এদিকে গ্রামের এক বাসিন্দা মুরুলী মন্ডল রাঁচিতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পরিবারের দাবি, মৃতের অ্যাকাউন্টে লক্ষাধিক টাকা রয়েছে। সৎকারের খরচের জন্য পোস্ট মাস্টারের কাকার কাছে টাকা চাইতে গেলে তিনি অস্বীকার করেন।
ক্ষোভে মৃতার পরিবার ও গ্রামবাসীরা মৃতদেহ তাঁর বাড়িতে রেখে বিক্ষোভ শুরু করেন। এই নিয়েই শুরু হয় গন্ডগোল। শেষ পর্যন্ত অবশ্য পুলিশের হাতক্ষেপে বিষয়টার তাৎক্ষনিক সমাধান হয়। এই বিষয়ে গ্রাম পঞ্চায়েত সদস্য যোগেশ্বর রোহিদাস বলেন , পোস্টমাস্টার প্রায় ৮ থেকে ১০ কোটি টাকা তছরূপ করে পালিয়ে গিয়েছে। টাকার অভাবে গ্রামের বহু মানুষ বিনা চিকিৎসায় মারা যাচ্ছেন। অবিলম্বে তাদের সমস্ত টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করা হোক। অপরদিকে পোস্ট মাস্টারের কাকা তীর্থঙ্কর ভট্টাচার্যের দাবি, আমি পোস্টমাস্টারের কাকা হলেও অপরাধ আমার নয়। বিষয়টি বিচারাধীন, আর আমার কাছে এখন এক টাকাও নেই। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ঝালদা থানার পুলিশ। অবশেষে পুলিশি আশ্বাসে বিক্ষোভ উঠে গভীর রাতে।