Type Here to Get Search Results !

শনিবার মধ্যেরাতে ভেঙে গেলো আরামবাগ সেতুর একাংশ

 হুগলি 


শনিবার মধ্যেরাতে ভেঙে গেলো আরামবাগ সেতুর একাংশ 



  কয়েকদিন আগেই এই সেতুর উপর দিয়েই গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর শনিবার ঘটলো বিপর্য। শনিবার রাতে আরামবাগের দ্বারকেশ্বর নদের উপরে তৈরি রামকৃষ্ণ সেতুর একাংশের গার্ডওয়াল হুড়মুড়িয়ে ভেঙে পড়ল। যে অংশ ভেঙে পড়েছে, ঠিক তার পাশের অংশে ধরা পড়েছে ফাটল। ফলে তাও ভেঙে পড়তে পারে এই আশঙ্কাও দানা বেঁধেছে স্থানীয়দের মনে। আরামবাগের পল্লিশ্রীতে রয়েছে রামকৃষ্ণ সেতু। আরামবাগের সঙ্গে বাঁকুড়া, পুরুলিয়া, মেদিনীপুর ও পূর্ব বর্ধমান জেলা সংযোগ করেছে এই সেতু। বাসও চলাচল করে। বর্তমানে সেতুটি বেহাল। বিগত বেশ কয়েকমাস ধরে পূর্তদপ্তর সেতুর নানা পরীক্ষা নিরীক্ষা করেছে। 


  ঘটনার কথা জানাজানি হতেই রবিবারই ব্রিজের স্বাস্থ্য খতিয়ে দেখেন পূর্ত দপ্তরের আধিকারিকরা। কেন গার্ডওয়াল ভেঙে পড়ল? তাও খতিয়ে দেখা হচ্ছে। আপাতত সংশ্লিষ্ট সেতুর উপর দিয়ে ওভারলোড বা ভারী গাড়ির চলাচল বন্ধ করেছে প্রশাসন। পূর্ত দপ্তর সূত্রে খবর, ১৯৬৫ সালে এই সেতুটি তৈরি হয়েছিল। রামকৃষ্ণ সেতুর দৈর্ঘ্য ৩২৫ মিটার এবং প্রস্থ ৭ মিটার। বিস্তর গাড়ির ধকল সইতে হয় এই সেতুটিকে। রামকৃষ্ণ সেতুর স্বাস্থ্য নিয়ে আগেও উদ্বেগ দেখা গিয়েছিল। পাশাপাশি একাধিকবার স্থানীয়দের দাবিতেই উঠে এসেছিল বিকল্প সেতুর চাহিদা প্রসঙ্গও। এই মুহূর্তে সেতু বন্ধ রেখে জোর কদমে চলেছে নির্মাণ কাজ।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.