Type Here to Get Search Results !

নতুন সাজে সেজে উঠতে চলেছে কালনার রাজবাড়ি ও রাজবাড়ির ১০৮ শিবমন্দির

 পূর্ব বর্ধমান 


নতুন সাজে সেজে উঠতে চলেছে কালনার রাজবাড়ি ও রাজবাড়ির ১০৮ শিবমন্দির 





  এমনিতেই কালনা রাজবাড়ির ১০৮ শিবমন্দিরে পর্যতকের ভিড় লেগেই থাকে। এবার সেই ভিড় আরো বাড়তে চলেছে। নতুন আলোর সাজে কালনা রাজবাড়ি, ১০৮ শিব মন্দির চত্বর সাজিয়ে তোলা হচ্ছে। এই পদক্ষেপ আরও বেশি পর্যটকদের আকর্ষণ করবে বলে মত কালনাবাসীর। বুধবার কালনার ১০৮ শিব মন্দির এবং রাজবাড়ি চত্বরে আলো বসানোর স্থানগুলি খতিয়ে দেখেন কালনার পুরপ্রধান, উপ-পুরপ্রধান এবং বরাত পাওয়া সংস্থার কর্মী ও ইঞ্জিনিয়াররা। এই দুই ঐতিহ্যবাহী এবং ঐতিহাসিক স্থানে এর আগেও সুদৃশ্য আলো বসানো ছিল। কিন্তু সেগুলো সব নষ্ট হয়ে গিয়েছে। 


  এরপর আর্কিওলজি সার্ভে অফ ইন্ডিয়ার সঙ কালনা পুরসভার কয়েকটি বিষয় নিয়ে মতপার্থক্যের জন্য এই সংক্রান্ত কাজ বেশ কিছুদিন থমকে থাকে। তবে ২০১৩ সালে এই নিয়ে জট কাটে। তারপরেই এই বিষয়ে বিশেষ উদ্যোগ শুরু হয়। এদিন কালনার পুরপ্রধান আনন্দ দত্ত বলেন, ১ কোটি ৭০ লক্ষ টাকার প্রজেক্ট হবে। রামধনুর রঙে আলোকিত হয়ে উঠবে মন্দির চত্বর। ২৬ জানুয়ারি ও ১৫ আগস্টে তেরঙ্গা আলোয় আলোকিত হয়ে উঠবে মন্দিরগুলি। উল্লেখ্য, এর আগেই এখানে সার্কিট টুরিজমের উদ্যোগ নেওয়া হয়েছে। কালনার ঐতিহাসিক স্থানগুলিকে কেন্দ্র করে পর্যটকের সংখ্যা প্রতিবছরই বাড়ছে।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.