দিঘার আকাশে রহস্যময় আলো - কৌতূহল মানুষের
প্রকৃতির রহস্য মাঝে মাঝে মানুষকে চিন্তিত করে। এমন কি মানুষের সৃষ্টি নানা রহস্যে মানুষ মাঝে উদ্বিগ্ন হয়ে ওঠে। তেমনই এক ঘটনায় ঘটলো দিঘায় বুধবার রাতে। ২০ আগস্ট সন্ধ্যা ছ'টার পর থেকেই দিঘার আকাশে এক রহস্যময় আলো দেখতে পাওয়া যায়। রহস্যময় আলো ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। উৎসুক উপকূলের বাসিন্দা-সহ দিঘায় আসা পর্যটকেরা মোবাইলে ক্যামেরাবন্দি করে সেই দৃশ্য। এই রহস্যময় আলোর সূত্র খুঁজতে গিয়ে দেখা যায়, অগ্নি ফাইভ মিসাইলের সফল উৎক্ষেপণ হয়েছে। ইসরো ওড়িশার চাঁদিপুর লঞ্চ করেছে অগ্নি ফাইভ মিসাইল। আর তারই আলো দেখতে পাওয়া যায় দিঘা-সহ পূর্ব মেদিনীপুর জেলার উপকূল এলাকায়।
২০ আগস্ট, ২০২৫ তারিখে ওড়িশার চাঁদিপুরের ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ থেকে অগ্নি-৫ ইন্টারমিডিয়েট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইলের (IRBM) সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ হয়েছে। অগ্নি-৫ হল প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (DRDO) দ্বারা তৈরি একটি ভূমি থেকে নিক্ষেপযোগ্য, পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম ব্যালিস্টিক মিসাইল। প্রতিরক্ষা মঞ্চকে দেওয়া বিবৃতিতে জানা যায়, ভারতের সবচেয়ে দীর্ঘ পাল্লার ব্যালিস্টিক মিসাইল, যার পাল্লা ৫,০০০ কিলোমিটারেরও বেশি, যা চীনের বেশিরভাগ অংশে পৌঁছাতে সক্ষম। এই মিসাইলটি পারমাণবিক এবং প্রচলিত উভয় ধরণের অস্ত্র বহন করার জন্য ডিজাইন করা হয়েছে এবং উন্নত নির্ভুলতার জন্য রিং লেজার জাইরো ভিত্তিক ইনর্শিয়াল নেভিগেশন সিস্টেম (RINS) এবং মাইক্রো নেভিগেশন সিস্টেমের (MINS) মতো উন্নত প্রযুক্তি ব্যবহার করা যায়।