Type Here to Get Search Results !

আজ তারাপীঠে ৫ লক্ষ মানুষের ভিড়

 ধর্মকথা 



আজ তারাপীঠে ৫ লক্ষ মানুষের ভিড় 


  আজ কৌশিকী অমাবস্যা। ভারতের বিভিন্ন কালি মন্দিরে আজকে ভক্তদের প্রবল ভিড় হবে। বিশেষ করে আজ তারাপীঠে প্রবল মানুষের ভিড় হবে। চলতি বছর কৌশিকী অমাবস্যায় ব্যাপক ভিড়ের সম্ভাবনা। আর সেই কারণে পূর্ব রেলের কাছে চিঠি পাঠালো প্রশাসন এবং তারাপীঠ মন্দির কমিটি। হাওড়া এবং শিয়ালদা এর পাশাপাশি দেওঘর সহ উত্তরবঙ্গ থেকেও বিশেষ ট্রেনের আবেদন জানানো হয়েছে। মূলত এই বীরভূমে তারাপীঠ মা তারার মন্দির দর্শনের জন্য প্রায় ৭০ শতাংশ পর্যটক রেল পথে তারাপীঠ ভ্রমণের জন্য আসেন। তবে রেল পথে যে পরিমাণ ট্রেনের সংখ্যা রয়েছে সেই পরিমাণ ট্রেনের মাধ্যমে পর্যটকেরা তারাপীঠ পৌঁছাতে বেশ সমস্যার মধ্যে পড়েন কারণ অতিরিক্ত ভিড় হওয়ার কারণে ভিড়ের মধ্যে দাঁড়িয়ে আসতে হয় এতটা পথ।


  কয়েক বছর ধরে এই তিথিতে হাওড়া থেকে রামপুরহাট পর্যন্ত একটি স্পেশাল ট্রেন চালায় পূর্ব রেল। কিন্তু এবার শুধু হাওড়া থেকে নয়, শিয়ালদহ, দেওঘর ও উত্তরবঙ্গের শিলিগুড়ি থেকে রামপুরহাট পর্যন্ত চারটি স্পেশাল ট্রেন চালানোর দাবি তুলল মন্দির কমিটি। তাঁদের পক্ষ থেকে বিষয়টি রেল কর্তাদের জানানো হয়েছে। সাংসদ শতাব্দী রায়ও এই তিথিতে একাধিক স্পেশাল ট্রেন চেয়ে হাওড়ার ডিআরএমের কাছে আবেদন করেছেন। মন্দির কমিটির মতে, পর্যটকদের সুবিধার জন্যই এই আবেদন। সেইসঙ্গে রেলেরও আয় বাড়বে।

সব মিলিয়ে তারাপীঠ মন্দির কমিটির দাবি এই বছর প্রায় ৫ লক্ষ ভক্ত সমাগম হতে পারে এই তারাপীঠ মন্দিরে।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.