Type Here to Get Search Results !

পুজোতে মুক্তি পাচ্ছে ৪টে বাংলা ছবি - কিন্তু হল কি পাওয়া যাবে?



পুজোতে মুক্তি পাচ্ছে ৪টে বাংলা ছবি - কিন্তু হল কি পাওয়া যাবে?



  একটা, দুটো বা তিনটে নয়, একেবারে চারটে বাংলা ছবি একসঙ্গে পুজোর সময় প্রকাশ পাবে। প্রশ্ন উঠেছে, সেই সময় সামনে আছে একাধিক হিন্দি ছবি। তাহলে বাংলা ছবির কপালে কি হল জুটবে! বড় পর্দায় বাঙালিকে বিনোদন দিতে থাকছে— ‘রঘু ডাকাত’, ‘দেবী চৌধুরানী’, ‘রক্তবীজ ২’ এবং ‘যত কাণ্ড কলকাতাতেই’। একই সময়ে চারটি ছবি মুক্তি পাওয়ায়, যাতে প্রেক্ষাগৃহ ও শো টাইমিং নিয়ে কোনও জটিলতা না হয়, সেই লক্ষ্যেই বৃহস্পতিবার ডাকা হয়েছিল একটি গুরুত্বপূর্ণ বৈঠক। দক্ষিণ কলকাতার এক অভিজাত ক্লাবে আয়োজিত এই বৈঠকে হাজির ছিলেন ছবিগুলির প্রযোজক— দেব, শতদীপ সাহা, শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং ফিরদৌসুল হাসান। তাঁদের সঙ্গে ছিলেন প্রযোজক রানা সরকার, নবীন চৌখানি, পঙ্কজ লাডিয়া-সহ একাধিক ডিস্ট্রিবিউটার ও প্রেক্ষাগৃহের কর্ণধার। রাজ্যের ক্রীড়া এবং যুবকল্যাণ মন্ত্রী এবং পশ্চিমবাংলার ফিল্ম অ‍্যাকাডেমির চেয়ারম‍্যান অরূপ বিশ্বাসের উদ্যোগে গঠিত হয়েছিল একটি কমিটি, যার নেতৃত্বে রয়েছেন ইম্পা-র সভাপতি পিয়া সেনগুপ্ত। 


  বৈঠক শেষে তিনি বলেন, ‘পুজোয় এ বার মোট চারটি ছবি মুক্তি পাচ্ছে। তাই সমস্ত প্রযোজক-পরিবেশক এবং হল মালিকেরা একজোট হয়েছিলেন, যাতে সুষ্ঠু ভাবে চারটি ছবি মুক্তি পায়। সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়েছে, এই চারটি ছবিই মুক্তি পাবে। বাংলা ছবিকে অগ্রাধিকার দিতে হবে।’ হিন্দি ছবির দাপটে বাংলার করুণ দশা নিয়ে সম্প্রতি প্রতিবাদে সোচ্চার হয় টলিউড। তারা মিলিত ভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারস্থ হন। টলিপাড়ার মূল দাবি, বড় বাজেটের হিন্দি ছবির মুক্তির সময়েও যেন বাংলা ছবিগুলি যথাযথ গুরুত্ব পায়, বিশেষত প্রেক্ষাগৃহে প্রাইম টাইম শো-এর ক্ষেত্রে। এই দাবির ভিত্তিতে রাজ্য সরকার ইতিমধ্যেই একটি গুরুত্বপূর্ণ নির্দেশ জারি করেছে, মাল্টিপ্লেক্স-সহ রাজ্যের সমস্ত প্রেক্ষাগৃহে প্রতিদিন অন্তত একটি প্রাইম টাইম শো বরাদ্দ থাকবে বাংলা ছবির জন্য। পাশাপাশি, গঠিত হয়েছিল নতুন কমিটি (সিনেমা স্ক্রিনিং কমিটি), যার প্রথম বৈঠকটি হল বৃহস্পতিবার।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.