Type Here to Get Search Results !

বাড়িতে সুখ ও শান্তির জন্য কয়েকটি ইন্ডোর প্ল্যান্ট রাখুন

 বাড়িতে সুখ ও শান্তির জন্য কয়েকটি ইন্ডোর প্ল্যান্ট রাখুন 



  দুর্গাপুজো চলে আসলো। এই সময় মানুষ নানাভাবে নিজের ঘরকে সাজিয়ে তোলে। বাস্তুশাস্ত্র মনেকরে ঘরে কিছু গাছ রাখলে যেমন ঘর সুন্দর হয়, তেমনই ঘরে শান্তি বজায় থাকে। ব্যস্ত জীবনে এমন কিছু গাছ বেছে নিন, যেগুলির তেমন পরিচর্যা প্রয়োজন পড়ে না, অথচ বাড়িতে এনে দেয় মন-ভাল করা সবুজ পরশ! তালিকায় কোন কোন গাছ রাখবেন?


  * অ্যালোভেরা--

ঘন, ঝাঁকড়া গাছ চাইলে এও লা-জবাব। বাড়তি পাওনা ঔষধি গুণ।


  * জেড প্ল্যান্ট--

অবহেলাতেও বাড়ে, রোজ জল দেওয়ারও দরকার নেই। এক কোণে পড়ে থাকলেও চিকন সবুজ পাতার বাহার মন মাতাবেই।


  * মানিপ্ল্যান্ট --

পানের মতো দেখতে হালকা সবুজ বড় পাতা অনেক দিন ধরেই বাঙালির গৃহসজ্জার অঙ্গ। শেলফ থেকে ঝুলিয়ে দিতে পারেন, রাখতে পারেন ঘরের কোণে টবেও।


  * স্পাইডার প্ল্যান্ট--

ঘরের এক কোণে একটা টেবিলের উপরে বা ঝাড়বাতির মতো সিলিং থেকে ঝুলিয়ে রাখতে পারেন। ঝাঁকড়া, ঘন পাতার বাহার ঘরের মেজাজ বদলে দেবে নিমেষে।


  * পিস লিলি--

পুজোর দিনে চালচিত্রের মতো জেগে থাকবে এর বড় সাদা ফুল, মৃদু সুবাস বার বার জানান দেবে ভাল থাকার কথা।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.