Type Here to Get Search Results !

ভারত জুজু দেখে পাকিস্তান ভুল বকা শুরু করেছে


 ভারত জুজু দেখে পাকিস্তান ভুল বকা শুরু করেছে 


  আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের শান্তিচুক্তি সফল না হওয়ার দায় পাকিস্তান চাপাচ্ছে ভারতের ঘাড়ে। এটা আসলে পাকিস্তানের ভারত জুজু দেখার ভয়। পাক প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ অভিযোগ করলেন, ভারতের হাতের পুতুন হয়ে নাচছে আফগানিস্তান। শুধু তাই নয়, তালিবানকে কড়া হুঁশিয়ারি দিয়ে স্তিনি জানালেন, ইসলামাবাদের উপর কোনওরকম হামলা হলে তার ৫০ গুণ প্রত্যাঘাত ফেরত আসবে। পাক সংবাদমাধ্যমের প্রতিবেদন খবর, আসিফ অভিযোগ করেছেন, কাবুল পুরোপুরি নিয়ন্ত্রিত হচ্ছে ভারত থেকে। তাঁর কথায়, “কাবুলের লোকজন দিল্লির দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। আসলে পশ্চিম সীমান্তে হারের জেরে প্রতিশোধস্পৃহায় আফগানিস্তানকে ব্যবহার করছে ভারত।” শুধু তাই নয়, তুরস্কে আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার নেপথ্যেও ভারতের হাত রয়েছে বলে অভিযোগ করেন আসিফ। তিনি বলেন, “যখনই আলোচনার মাধ্যমে আমরা চুক্তির কাছাকাছি পৌঁছেছি, তখন ওখান থেকে প্রতিনিধিরা কাবুলকে রিপোর্ট করছে। সেখান থেকেই হস্তক্ষেপ করা হয় এবং শেষ পর্যন্ত চুক্তি বাতিল হয়।”


  এরপরই হুঁশিয়ারির সুরে পাক মন্ত্রী বলেন, “যদি আফগানিস্তান পাকিস্তানের দিকে খারাপ চোখে তাকায় তবে সে চোখ উপড়ে নেওয়া হবে। কোনও হামলা হবে তার ৫০ গুণ ফেরত দেওয়া হবে। এতে কোনও সন্দেহ নেই যে পাকিস্তানে সন্ত্রাসের জন্য কাবুল দায়ী। যদি আলোচনায় কোনও ফল না মেলে তবে অবশ্যই আফগানিস্তানের সঙ্গে যুদ্ধ হবে।” তবে পাক মন্ত্রীর তরফে এই যুদ্ধের জন্য ভারতের ইন্ধনের অভিযোগ তোলা হলেও শুরুতেই সে অভিযোগ খারিজ করে দিয়েছে আফগানিস্তান। জানিয়ে দেওয়া হয়েছে, আফগানিস্তান নিজের লড়াই নিজে লড়তে পারে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.