Type Here to Get Search Results !

পুরুলিয়া আদ্রার প্রগতি ক্লাবের জগদ্ধাত্রী পুজো এবার সকলের মন কেড়েছে

 পূজা-পার্বন 



পুরুলিয়া আদ্রার প্রগতি ক্লাবের জগদ্ধাত্রী পুজো এবার সকলের মন কেড়েছে 


  চন্দননগর বা কৃষ্ণনগরের মতো না হলেও পুরুলিয়া কিন্তু বেশি পিছিয়ে নেই জগদ্ধাত্রী পুজোতে। পুরুলিয়া জেলার অন্যতম ও বিগ বাজেটের জগদ্ধাত্রী পুজোগুলির মধ্যে অন্যতম হল আদ্রার প্রগতি ক্লাবের জগদ্ধাত্রী পুজো। এবছর এই পুজো পদার্পণ করতে চলেছে ৪২ তম বর্ষে। দীর্ঘ চার দশকের ঐতিহ্য বহন করে চলা এই পুজো আজও স্থানীয়দের পাশাপাশি দূরদূরান্তের দর্শনার্থীদেরও আকর্ষণের কেন্দ্রবিন্দু। বরাবরের মতই এবছরও এই পুজোতে থাকছে সাবেকিয়ানার ছোঁয়া। পুজোর অন্যতম প্রধান আকর্ষণ, ১৪ ফুট উচ্চতার মহামায়া জগদ্ধাত্রী প্রতিমা, যা গড়ে উঠছে অসাধারণ শৈল্পিক নিপুণতায়।

এবারের পুজোর মোট বাজেট প্রায় ৬ লক্ষ টাকা। 


  পুরুলিয়া জেলার অন্যতম বৃহৎ জগদ্ধাত্রী পুজো হিসেবে প্রগতি ক্লাবের নামকে আরও উজ্জ্বল করেছে। পুজোর আরেক বিশেষ আকর্ষণ হল প্রতিমা নিরঞ্জনের শোভাযাত্রা। নজর কাড়া বর্ণাঢ্য আলোকসজ্জা, ঢাকের তালে তালে উচ্ছ্বাসে ভরপুর এই শোভাযাত্রা দেখতে প্রতিবছর হাজারও মানুষ ভিড় জমান রেলশহর আদ্রায়। জানা যায় এই নিরঞ্জনের শোভাযাত্রায় নবদ্বীপ থেকে আনা হয় বিশেষ দল, যাদের অংশগ্রহণে জমজমাট হয়ে ওঠে নিরঞ্জনের শোভাযাত্রা। পুজোর দিনগুলিতে আলোকসজ্জা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সাবেকিয়ানার আবহে প্রগতি ক্লাব প্রাঙ্গণ হয়ে ওঠে এক উৎসবমুখর মিলনক্ষেত্র।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.