Type Here to Get Search Results !

আবার বাম-কংগ্রেসের জোটের ইঙ্গিত


 আবার বাম-কংগ্রেসের জোটের  ইঙ্গিত 


 বাম ও কংগ্রেস দুই দলের বার্তায় এক - তৃণমূল ও বিজেপি বিরোধী ভোটকে এক জায়গায় করো। সিপিএম প্রথম থেকেই জোট রাজনীতির পক্ষে। এবার আবার সেই ইঙ্গিত পাওয়া গেলো। রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা কংগ্রেস নেতা হাফিজ আলম সৈরানির প্রথম প্রয়াণ বার্ষিকী উপলক্ষে মঙ্গলবার উত্তর কলকাতার রামমোহন লাইব্রেরি হলে স্মরণসভার আয়োজন করা হয়েছিল। সেখানেই উপস্থিত ছিলেন সেলিম-অধীর-শুভঙ্কর-বিমানরা। অধীর বলেন, “আমি যখন রাজনীতি শুরু করি তখন নকশাল করেছি। না বুঝেই করেছিলাম। আবেগে করেছি। কে হিন্দু,কে মুসলিম,কে রাজবংশী বা মতুয়া এই বিচার করে রাজনীতি বাংলায় হত না। কিন্তু এখন হচ্ছে। এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই করতেই হবে।" সেই মঞ্চ থেকেই সেলিম বলেন, "ভয় পেলে চলবে না।গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ সব পক্ষ একসঙ্গে নিয়ে ফ্যাসিবাদীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।"


  এখানে উল্লেখ্য, ২০২১ সালে কংগ্রেস-বাম ও আইএসএফ মিলে তৈরি করেছিল সংযুক্ত মোর্চা। তবে ২০২৪-এ লোকসভা ভোটে বামেদের ছাড়াই একা-একা লড়েছিল আইএসএফ। সেই সময় বামেদের ঘাড়েই দোষ চাপিয়েছিলেন নওশাদ। মুর্শিদাবাদে আইএসএফ প্রার্থীর নাম ঘোষণার করে দেওয়া হয়। সেখানে প্রার্থী দিয়ে দেয় সিপিএম। তারপর নওশাদ বলেন, তাঁরা জোটে লড়বেন না। অপরদিকে, ডায়মন্ড হারবারের ক্ষেত্রেও দেখা যায় একা একা প্রার্থী দিয়েছে আইএসএফ। এবার কী হবে? জানা যাচ্ছে, আসন্ন বিধানসভার জন্য একসঙ্গে লড়তে চেয়ে বিমানকে চিঠি পাঠিয়েছেন নওশাদ। এখন দেখার শেষে পর্যন্ত কি দাঁড়ায়?

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.