Type Here to Get Search Results !

পাওয়ার ইনডেক্স-এ জাপান, রাশিয়াকে পিছনে ফেলে ভারত তৃতীয় স্থানে উঠে আসলো


 পাওয়ার ইনডেক্স-এ জাপান, রাশিয়াকে পিছনে ফেলে ভারত তৃতীয় স্থানে উঠে আসলো 


  ভারতের কাছে এটা খুবই সৌভাগ্যের বিষয়। আন্তর্জাতিক ক্ষেত্রে ক্রমাগত এগিয়ে চলেছে ভারত। পিছনে ফেলে দিচ্ছে অনেক দেশকেই। অস্ট্রেলিয়ার বিখ্যাত থিঙ্ক ট্যাঙ্ক লোই ইনস্টিটিউটের সমীক্ষায় ২০২৫ সালের এশিয়া পাওয়ার ইনডেক্সে ভারতের আগে শুধু রয়েছে আমেরিকা ও চিন। অস্ট্রেলিয়ার এই থিঙ্ক ট্যাঙ্ক তাদের ২০২৫ সালের বার্ষিক এশিয়া পাওয়ার ইনডেক্স প্রকাশ করেছে। আটটি বিষয়ের ১৩১টি সূচকের উপর নির্ভর করে এই রিপোর্ট প্রকাশ করেছে তারা। আটটি বিষয়ের মধ্যে রয়েছে সামরিক ক্ষমতা, প্রতিরক্ষা নেটওয়ার্ক, অর্থনৈতিক ক্ষমতা, সম্পর্ক, কূটনৈতিক ও সাংস্কৃতিক প্রভাব। সাতাশটি দেশ এই তালিকায় রয়েছে। সেই তালিকায় প্রথমে রয়েছে আমেরিকা। 


  লোই ইনস্টিটিউটের মতে, ১০০-র মধ্যে আমেরিকা পেয়েছে ৮১.৭। দ্বিতীয় স্থানে থাকা চিন পেয়েছে ৭৩.৭। আগের বারের চেয়ে চিনের পয়েন্ট বেড়েছে ১। আর এরপরই উঠে এসেছে ভারত। তৃতীয় স্থানে থাকা ভারত পেয়েছে ৪০। চতুর্থ স্থানে রয়েছে জাপান। আর পঞ্চম স্থানে রাশিয়া রয়েছে। ২০১৯ সালের পর রাশিয়ার অবস্থান উপরে উঠে এল। আর এই তালিকায় পাকিস্তান পেয়েছে মাত্র ১৪.৫ পয়েন্ট। লোই ইনস্টিটিউট তাদের রিপোর্টে বলেছে, “২০২৫ সালের এশিয়া পাওয়ার ইনডেক্সে ভারতের অর্থনীতি ও সামরিক ক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি হয়েছে। ভারতের অর্থনীতি দৃঢ়ভাবে বৃদ্ধি পাচ্ছে। ভারতের সামরিক ক্ষমতাও ক্রমাগত উন্নতি হচ্ছে।”

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.