Type Here to Get Search Results !

সৌর বিকিরণের কারণে বিশ্বজুড়ে ৬ হাজার বিমানে প্রভাব পড়তে চলেছে


 সৌর বিকিরণের কারণে বিশ্বজুড়ে ৬ হাজার বিমানে প্রভাব পড়তে চলেছে 


   সৌর বিকিরণ ও সৌর ঝড় বিমান পরিষেবার ক্ষেত্রে একটা বড়ো বিপদ। এবার তেমনই এক বার্তা পাওয়া যাচ্ছে। জানা গিয়েছে, সৌর বিকিরণের জেরে প্রভাবিত হতে পারে এয়ারবাস এ৩২০র সফটওয়্যার। এই প্রযুক্তিগত সমস্যা সমাধানের জন্য অবিলম্বে বিমানগুলির সফটওয়্যার আপডেট করতে হবে। এর পাশাপাশি, হার্ডওয়্যারের পুনর্বিন্যাস প্রয়োজন বলেও জানানো হয়েছে। এই কারণেই বিশ্বজুড়ে প্রায় ছয় হাজার বিমানের জন্য সতর্কতা জারি করেছে এয়ারবাস। ইউরোপের বিমান প্রস্তুতকারী সংস্থাটি জানিয়েছে, সৌর বিকিরণে প্রভাবিত হতে পারে তাদের তৈরি বহুল ব্যবহৃত এ৩২০ যাত্রীবাহী বিমানগুলোর সফটওয়্যার। ফলস্বরূপ ঘটে যেতে পারে বড়সড় দুর্ঘটনা। তাই সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে বিশ্বজুড়ে প্রায় ৬ হাজার বিমানের সফটওয়্যার আপডেট করার কাজ শুরু করেছে তারা।


  ভারতেও প্রায় ৩০০টি এ ৩২০ বিমানে কাজ চলছে। আপাতত তাদের উড়ান স্থগিত। স্বাভাবিকভাবেই প্রবাবিত বিমান পরিষেবা। এই ঘটনার প্রভাব পড়তে চলেছে ভারতেও। জানা গিয়েছে, ইন্ডিগো, এয়ার ইন্ডিয়া-সহ অন্যান্য সংস্থা মিলিয়ে প্রায় ৫৬০টি এ৩২০ বিমান চলাচল করে ভারতে। তাঁর মধ্যে অন্তত ২৫০ থেকে ৩০০ বিমানে এই আপডেট প্রয়োজন বলে জানা গিয়েছে। এই কারণে দেশজুড়ে শুক্রবার বিমান পরিষেবা ব্যহত হতে পারে বলে জানানো হয়েছে।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.