Type Here to Get Search Results !

আবার ২৬৯ জন অযোগ্য শিক্ষককে বাদ দিলো SSC

 


আবার ২৬৯ জন অযোগ্য শিক্ষককে বাদ দিলো SSC


   অযোগ্য বা দাগি শিক্ষকের তালিকা বেড়েই চলেছে। শনিবার আবার দ্বিতীয় অযোগ্যর তালিকা প্রকাশ করলো SSC। 

এসএসসি নিয়োগ প্রক্রিয়া থেকে বাদ দেওয়া হল ২৬৯ জন ‘অযোগ্য’কে। বাদ দেওয়ার সিদ্ধান্ত জানিয়ে দিল স্কুল সার্ভিস কমিশন। অযোগ্যদের তালিকা প্রথম দফায় ৩০ অগাস্ট প্রকাশ করার পরেও নবম দশম ও একাদশ দ্বাদশ এর শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিয়ে রেখেছিলেন। সুপ্রিম কোর্টের নির্দেশের পরে এসএসসি ফের চিহ্নিত করা শুরু করে। সেই প্রক্রিয়া শুরু করার পর ২৬৯ জন ‘অযোগ্য’কে তারা খুঁজে পায়, যারা এই নিয়োগ প্রক্রিয়ায় লিখিত পরীক্ষাও পর্যন্ত দিয়ে দিয়েছিলেন। এমনকি, ভেরিফিকেশন প্রক্রিয়া অংশ নিয়েছিলেন।


  স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার বলেন, ‘‘৩০ অগাস্ট আমরা অযোগ্যদের তালিকা প্রথম দফায় প্রকাশ করেছিলাম। সেই সময় আমরা জানিয়েছিলাম কোনও অযোগ্য আবেদন করতে পারবেন না, বা নিয়োগে অংশ নিতে পারবেন না। সেই সময় আমরা অযোগ্যদের মধ্য থেকে অনেকেই বাদ দিয়েছিলাম। তারপর আমরা আবার গোটা তালিকা খতিয়ে রেখেছি। খতিয়ে দেখার পরেই এই ২৬৯ জনকে চিহ্নিত করা হয়েছে যারা অযোগ্যদের মধ্যে থেকে আবেদন করে রেখেছিলেন। এদের মধ্যে কেউ কেউ বাবার নামে পরিবর্তে মায়ের নাম ও ব্যবহার করেছিলেন।’’

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.