Type Here to Get Search Results !

সন্তোষী মায়ের পুজো - প্রচলিত রীতি

 পুজোপার্বন 



সন্তোষী মায়ের পুজো - প্রচলিত রীতি 


  সন্তোষী পূজা হল সন্তোষী মাতার পূজা, যিনি তৃপ্তির দেবী এবং গণেশের কন্যা হিসেবে পরিচিত। এই পূজা প্রধানত উত্তর ভারত ও নেপালে প্রচলিত এবং সাধারণত শুক্রবার পালন করা হয়। সন্তোষী মা ব্রত নামে পরিচিত এই উপবাসে পরপর ১৬টি শুক্রবার ব্রত পালন করলে ভক্তদের মনস্কামনা পূর্ণ হয় বলে বিশ্বাস করা হয়।  


   * পূজার নিয়মাবলী

দিন: শুক্রবার এই পূজার জন্য শ্রেষ্ঠ দিন। 

উপবাস: উপবাস পালনকালে টকজাতীয় খাবার খাওয়া থেকে বিরত থাকতে হয়। 

পূজার পদ্ধতি: প্রতি শুক্রবার স্নান করে শুদ্ধ বস্ত্র পরে ধূপ-দীপ জ্বালিয়ে ব্রত পাঠ করতে হয়। 

সময়কাল: সাধারণত ১৬টি শুক্রবার এই ব্রত পালন করা হয়। 

উপাসক: যেকোনো বয়সী নারী-পুরুষ এই ব্রত পালন করতে পারেন। 

দেবীর রূপ: সন্তোষী মাতা চতুর্ভুজা এবং হাতে ত্রিশূল ও তলোয়ার ধারণ করেন বলে বিশ্বাস করা হয়। 


  * সন্তোষী মাতার পরিচিতি

নামের অর্থ: 'সন্তোষী' নামটি 'সন্তোষ' শব্দ থেকে এসেছে, যার অর্থ তৃপ্তি বা সন্তুষ্টি। 


  পরিচয়: তিনি গণেশের কন্যা এবং শুভ ও লাভের বোন হিসেবে পরিচিত। 

জনপ্রিয়তা: ১৯৭৫ সালে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র 'জয় সন্তোষী মা'-এর পর থেকে এই দেবীর পূজা আরও জনপ্রিয় হয়ে ওঠে।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.