Type Here to Get Search Results !

"হিন্দুরা মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাস করে না।” - সুকান্ত

 "হিন্দুরা মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাস করে না।” - সুকান্ত 



  বাংলার রাজনীতির ভিত্তি এখন 'ধর্ম'! সেই ধর্ম নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। ভোটমুখী বাংলায় নতুন করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। নতুন দল ঘোষণার কথাও বলেছেন। তার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই ব্রিগেডে হচ্ছে ৫ লক্ষ কণ্টে গীতা পাঠের অনুষ্ঠান। কার্তিক মহারাজ থেকে সাধ্বী ঋতম্ভরা, রামদেবরা যেমন থাকছেন তেমনই বিজেপি নেতা শুভেন্দু অধিকারী, শমীক ভট্টাচার্য, সুকান্ত মজুমদাররাও থাকছেন। গীতপাঠ নিয়েও রাজনীতির আঙিনায় চড়ছে পারদ। এবার গীতাপাঠের অনুষ্ঠানে গিয়ে হুমায়ুনের বাবরি মসজিদ নিয়ে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন বঙ্গ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সুকান্তর সাফ কথা, “আমরা গতকাল যা দেখেছি, তাতে পরিষ্কার বোঝা যাচ্ছে হিন্দু ভোটকে ভাগ করা এবং মুসলিম ভোটকে এক করার চক্রান্ত চলছে। যা হচ্ছে তার জন্য দায়ী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এই ধরনের সাম্প্রদায়িক শক্তিকে বারবর তোল্লা দিয়ে উপরে তুলেছে। একুশের ভোটে তো মমতা বন্দ্য়োপাধ্যায়কে সিংহভাগ হিন্দু ভোট দেয়নি। হিন্দুরা মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাস করে না।”  


  অন্যদিকে এদিন ৫ লক্ষ কণ্ঠে গীতাপাঠের অনুষ্ঠানে ভোর থেকেই ভিড় বাড়ছে ব্রিগেডে। স্বামী জ্ঞানানন্দ জি মহারাজের, সাধ্বী ঋতম্ভরা, রামদেব, ধীরেন্দ্র শাস্ত্রীর মতো ব্যক্তিত্বরা যেমন থাকছেন তেমনই এদিনের অনুষ্ঠানে থাকছেন বিজেপিরও এক ঝাঁক নেতা। ফলে বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের মতোই গীতপাঠ নিয়েও চড়ছে রাজনীতির পারদ। যদিও সুকান্ত বলছেন, “নির্বাচনের সঙ্গে গীতাপাঠের সরাসরি কোনও সম্পর্ক নেই। গীতাপাঠ হিন্দুদের অনুষ্ঠন। রাজনীতি রাজনীতির মতো থাকবে, গীতা তো শ্বাশ্বত।”  কিন্তু সেই গীতাকে নিয়েই চলেছে বিজেপির দুর্বার রাজনীতি।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.