পাঁচ লক্ষকন্ঠে গীতাপাঠ অনুষ্ঠানকে বিজেপির অনুষ্ঠান বলেই মুখ্যমন্ত্রী যান নি - এমনই জানালেন মমতা
রবিবার সনাতন হিন্দুদের একটি সংস্থার পক্ষ থেকে ব্রিগেডে গীতাপাঠের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানোর পরেও তিনি যান নি। মুখ্যমন্ত্রী সেই না যাওয়ার কারণ ব্যাখ্যা করলেন সোমবার। মুখ্যমন্ত্রী বলেন, “আমি কী করে যাব বিজেপির প্রোগ্রামে। এটা যদি নিরপেক্ষ কোনও অনুষ্ঠান হত, তাহলে আমি নিশ্চয় যেতাম। বিজেপির অনুষ্ঠানে যাই কীভাবে! আমার তো একটা আদর্শ আছে।” বিজেপিকে ‘বাংলা-বিরোধী’ বলে আক্রমণ করে মমতা বলেন, “যারা নেতাজিকে ঘৃণা করে, যারা গান্ধীজিকে মানে না। আমি তাদের সঙ্গে নেই। আমার বাবা-মা আমাকে এই শিক্ষা দেয়নি। আমার বাংলা আমাকে এই শিক্ষা দেয়নি।” এদিন তিনি আবারও বলেছেন, “আমি সব ধর্মকে সম্মান করি।” গীতাপাঠের অনুষ্ঠানে গিয়ে সোমবার মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া ভাষায় আক্রমণ করেন বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার। তিনি বলেছেন, “একুশের ভোটে তো মমতা বন্দ্যোপাধ্যায় সিংহভাগ হিন্দু ভোট দেয়নি। হিন্দুরা মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাস করে না।”
ওই মঞ্চ থেকেই হিন্দুদের জেগে ওঠার বার্তা দেওয়া হয়। কার্তিক মহারাজ বলেন, এক হাতে শাস্ত্র ও অন্য হাতে অস্ত্র ধরার সময় এসেছে। মঞ্চ থেকে বেশ উতপ্ত আওয়াজ তোলা হয়। এমন কি ভারতকে হিন্দু রাষ্ট্র ঘোষণার দাবিও তোলা হয়। বাগেশ্বর ধামের প্রধান পুরোহিত ধীরেন্দ্রকৃষ্ণ শাস্ত্রীবলেন স্বাধীন হিন্দু রাষ্ট্রের কথা।
