আন্তর্জাতিক
পাকিস্তান সহ তিনটি রাষ্ট্র থেকে দুতাবাস সরিয়ে নিচে ফিনল্যান্ড
শান্তির দেশ ফিনল্যান্ড। সান্টা ক্লজের দেশ ফিনল্যান্ড। কিন্তু হঠাৎ তারা ঠিক করেছে ভারতের তিন প্রতিবেশী রাষ্ট্র থেকে সরিয়ে নিচে দুতাবাস। সে দেশের সরকারের তরফে শনিবার একটি বিজ্ঞপ্তি জারি করে এ কথা জানানো হয়েছে। ২০২৬ সালের মধ্যেই পাকিস্তান, আফগানিস্তান এবং মায়ানমার থেকে ফিনল্যান্ডের দূতাবাস তুলে নেওয়া হবে। কেন এই পদক্ষেপ, তা-ও জানিয়েছে ফিনল্যান্ড সরকার। ইউরোপের উত্তর-পশ্চিমে রয়েছে ফিনল্যান্ড। ভারতের সঙ্গে তার সম্পর্ক যথেষ্ট বন্ধুত্বপূর্ণ। শনিবার এই দেশের বিদেশ মন্ত্রক জানিয়েছে, আফগানিস্তান, পাকিস্তান ও মায়ানমারে তারা কোনও দূতাবাস রাখতে আর আগ্রহী নয়। বিবৃতি অনুযায়ী, ফিনল্যান্ডের বিদেশ মন্ত্রক ইসলামাবাদ, কাবুল এবং ইয়াংগনের দূতাবাস ২০২৬ সালের মধ্যে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
মূলত কার্যকারিতা এবং কৌশলগত কারণে এই পদক্ষেপ করা হচ্ছে। ওই দেশগুলির রাজনৈতিক পরিস্থিতি, ফিনল্যান্ডের সঙ্গে তাদের সীমিত বাণিজ্যিক ও অর্থনৈতিক যোগাযোগ পদক্ষেপের কারণ। ফিনল্যান্ড সরকার বিশ্বব্যাপী তাদের কূটনৈতিক অবস্থান ঝালিয়ে নিতে চাইছে। আমেরিকাতেও নিজেদের উপস্থিতি আরও সক্রিয় করার জন্য হিউস্টনে একটি কনসুলেট জেনারেল স্থাপন করার সিদ্ধান্ত নিয়েছে সে দেশের সরকার। এরপর একাধিক জায়গায় বাণিজ্য সংক্রান্ত দফতর খোলা হবে। পাকিস্তান-সহ তিন দেশে দূতাবাস বন্ধ সেই বৃহত্তর কূটনৈতিক পরিকল্পনার অংশ, জানিয়েছে ফিনল্যান্ড।
