আন্তর্জাতিক
'ভারত ভাগ্যবান এবং ধন্য যে মোদির মতো একজন নেতা পেয়েছেন'- পুতিন
৩০ ঘন্টার ঝটিকা সফর করে রুশ প্রেসিডেন্ট ফিরে গেছেন নিজের দেশে। কিন্তু রেখে গেছেন ভারতের জন্যে অনেক উপহার। মোদী সম্পর্কে বক্তব্য রাখতে গিয়ে ভ্লাদিমির পুতিন বলেন - “মোদিকে পেয়ে ভারত ধন্য। মোদির নিঃশ্বাসের সঙ্গে জড়িয়ে রয়েছে ভারতবর্ষের নাম।” এমনকী ভারতের নরুশ তেলা কেনা নিয়েও আমেরিকাকে বিশেষ বার্তা দিয়েছেন পুতিন। সর্বভারতীয় সংবাদমাধ্যমে দেওয়া একটি সাক্ষাৎকারে পুতিন বলেন, “আমাদের মধ্যে খুবই বিশ্বস্ত এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। মোদিকে ভরসা করা যায়। ভারত ভাগ্যবান এবং ধন্য যে মোদির মতো একজন নেতা পেয়েছেন। মোদির নিঃশ্বাসের সঙ্গে জড়িয়ে রয়েছে ভারতবর্ষের নাম।” তিনি আরও বলেন, “ভারত-রুশ সম্পর্ক আরও মজবুত করতে মোদি প্রতিশ্রুতিবদ্ধ। অর্থনীতি, প্রতিরক্ষা, প্রযুক্তির মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলিতে দু’দেশের সহযোগীতা আরও বৃদ্ধি করতে তিনি উদগ্রীব।”
অন্যদিকে, ভারতের রুশ তেল কেনার প্রসঙ্গও এদিন উথথাপন করেন পুতিন। আমেরিকাকে বার্তা দিয়ে রুশ প্রেসিডেন্ট বলেন, “আমেরিকা নিজেদের স্বার্থে আমাদের থেকে পারমাণবিক জ্বালানি কেনে। যদি আমেরিকার এই অধিকার থাকে, তাহলে একই সুযোগ ভারতের কেন থাকবে না?” তাঁর সংযোজন, “চলতি বছরের প্রথম ন’মাসে নয়াদিল্লির সঙ্গে সামগ্রিক বাণিজ্যে কিছুটা পতন হয়েছে। যদিও এই অঙ্কটি খুবই সামান্য। এখনও কোনও বাধা ছাড়াই রুশ তেল ভারতে প্রবেশ করছে।”
.jpeg)