Type Here to Get Search Results !

প্রশান্ত মহাসাগরে মাদক পাচারকারী একটি জাহাজকে গুঁড়িয়ে দিলো আমেরিকা

 আন্তর্জাতিক 


প্রশান্ত মহাসাগরে মাদক পাচারকারী একটি জাহাজকে গুঁড়িয়ে দিলো আমেরিকা 




  আমেরিকার মাদকবিরোধী অভিযান অব্যাহত আছে। প্রশান্ত মহাসাগরে মাদক পাচারকারী একটি জাহাজে ফের হামলা চালাল মার্কিন সেনা। আমেরিকার এই অভিযানে পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছে জাহাজটি। মৃত্যু হয়েছে ৪ জনের। বৃহস্পতিবার মার্কিন সেনার তরফে খবরটি নিশ্চিত করা হয়েছে। মার্কিন সেনার সাউদার্ন কামান্ড তাদের এক্স হ্যান্ডলে একটি বিবৃতি প্রকাশ করেছ। সেখানে তারা লিখেছে, ‘ওই জাহজটি সন্ত্রাসবাদী সংগঠনের দ্বারা পরিচালিত ছিল। মার্কিন গোয়েন্দা সংস্থা নিশ্চিত করে, জাহাজটিতে মাদক পাচার করা হচ্ছিল। তারপরই মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথের নির্দেশে পূর্ব প্রশান্ত মহাসাগরে অভিযান চালানো হয়। 


  জানা যাচ্ছে, জাহাজটিতে চারজন জঙ্গি ছিল। প্রত্যেকেরই মৃত্যু হয়েছে। এই অভিযান অপারেশন সাউদার্ন স্পার-এর অংশ।’ মার্কিন সেনার তরফে অভিযানের একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। তবে পূর্ব প্রশান্ত মহাসাগরের ঠিক কোথায় এই অভিযান চালানো হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। জাহাজটিতে ঠিক কী মাদক ছিল, তা-ও এখনও জানা যায়নি। কিন্তু মনে করা হচ্ছে, নিষিদ্ধ ফেন্টানিল জাতীয় মাদক থাকার সম্ভাবনাই বেশি। উল্লেখ্য, চলতি বছরে মাদক পাচার রুখতে বিরাট সামরিক অভিযান শুরু করেছে মার্কিন সেনা। পূর্বে ক্যারিবিয়ান অঞ্চলে ভেনেজুয়েলার একাধিক জাহাজে হামলা চালিয়ে তা ধ্বংস করেছে সেনা। রেহাই পায়নি কলম্বিয়াও। এখনও পর্যন্ত নৌসেনার অভিযানে ৫৭ জনের মৃত্যু হয়েছে শুধু ক্যারিবিয়ান সাগরে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.