Type Here to Get Search Results !

ছোট্ট আরাধ্যাকে নিয়ে স্মৃতিচারণ করলেন তার মা ঐশ্বর্য

 বিনোদন 



ছোট্ট আরাধ্যাকে নিয়ে স্মৃতিচারণ করলেন তার মা ঐশ্বর্য


  একসময় কান চলচ্চিত্র উৎসবে সকলের মন জয় করেছিল ঐশ্বর্য রাই বচ্চন ও অভিষেক বচ্চনের কন্যা আরাধ্যা। এতদিন পরে সেই মুহূর্তের কথা জানালেন আবেগপ্রবণ ‘বিশ্বসুন্দরী’। সম্প্রতি লোহিত সাগর চলচ্চিত্র উৎসবে এসেছিলেন তিনি। সেখানেই স্মৃতিচারণ করলেন পুরনো দিন নিয়ে। ঐশ্বর্য জানিয়েছেন, কীভাবে ছোট থেকেই মায়ের সঙ্গে কানে আসার দরুন ছোট্ট আরাধ্যার কাছে বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসব ঘরবাড়ি হয়ে উঠেছিল। আর সেই প্রসঙ্গেই উঠে এল ঐশ্বর্যকন্যার সেই ভাইরাল ভিডিওর কথা। যেখানে মায়ের পাশেই হাঁটতে দেখা গিয়েছিল তাকে। 


  সেই প্রসঙ্গেই বলিউডের তারকা অভিনেত্রী বললেন, ”বিষয়টা মোটেই এমন নয় যে, আরাধ্যার ছবি তোলার জন্য ওকে গাউন পরিয়ে দিয়েছিলাম। আমার কাছে ও তো একটা ছোট্ট মেয়ে। একটা ছোট্ট মেয়ে যে রূপকথার গল্প পড়ছে বা দেখছে, তাই না? আর তাই ওর কাছে ব্যাপারটা এমন ছিল যে, মা কেন এই গাউনগুলো পরেছে? গাউন পরার পরে কেশসজ্জাও করেছে। সুতরাং ব্যাপারটা দাঁড়াল যে আমরা রূপকথা রূপকথা খেলছি! তাই এসব পোশাক পরছি।”

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.