Type Here to Get Search Results !

হাসপাতালে নচিকেতা - কিন্তু কেন?

 বিনোদন 



হাসপাতালে নচিকেতা - কিন্তু কেন?


  আচমকা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি নচিকেতা চক্রবর্তী (Nachiketa Chakraborty)। জানা গিয়েছে, শনিবার রাতে আচমকা অসুস্থবোধ করেন তিনি। তাঁকে বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই আপাতত চিকিৎসাধীন শিল্পী। চিকিৎসকেরা জানিয়েছেন, বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল। শীতের মরশুম তাই এই সময়ে নানা অনুষ্ঠানে ব্যস্ত থাকেন শিল্পীরা। নচিকেতার ক্ষেত্রেও তাঁর ব্যতিক্রম ঘটেনি। জানা গিয়েছে, পরপর একাধিক অনুষ্ঠানে ব্যস্ত ছিলেন শিল্পী। তাই সেভাবে বিশ্রাম নেওয়ার সময় পাচ্ছিলেন না।


  ইতিমধ্যে শনিবার রাতে আচমকা বুকে অস্বস্তি শুরু হয়। সময় নষ্ট না করে তাঁকে বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। নানা পরীক্ষা নিরীক্ষা করা হয়। তাতে হৃদযন্ত্রে সমস্যা দেখা দেয়। সূত্রের খবর, চিকিৎসকের পরামর্শমতো তাঁর বুকে দু’টি স্টেন্ট বসানো হয়েছে। ওই হাসপাতালে এখনও চিকিৎসাধীন তিনি। চিকিৎসকরা জানিয়েছেন, এখন তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। জীবনমুখী’ গানের সূত্র ধরেই তুমুল জনপ্রিয়তা নচিকেতার। শিল্পীর ‘নীলাঞ্জনা’, ‘অনির্বাণ’, ‘ডাক্তার’, ‘বৃদ্ধাশ্রম’-এর মতো গানগুলি এখনও সবার মুখে মুখে। আজও জনপ্রিয়তা প্রায় একইরকম তাঁর। তবে সময়ের নিয়মে বর্তমানে বেশ শরীর ভেঙেছে শিল্পীর। যা নজর এড়ায়নি খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও। চলতি বছর দুর্গাপুজোর এক উদ্বোধনী অনুষ্ঠানে ভরা মঞ্চে তাঁর শারীরিক অসুস্থতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.