দল চাইলে নন্দীগ্রাম বা দার্জিলিং থেকেও দাঁড়াতে পারি - অভিষেক
বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততোই জমে উঠেছে পারস্পরিক দুই দলের বাকযুদ্ধ। আর এবার সুকান্ত-অভিষেকের বাকযুদ্ধ সকলের দৃষ্টি কেড়েছে। অভিষেক উপমুখ্যমন্ত্রী হতে চান, নন্দীগ্রাম থেকে দাঁড়াবেন বলে মন্তব্য করেছিলেন সুকান্ত মজুমদার। সোমবার তার জবাব দিলেন অভিষেক। বললেন, ”দল চাইলে নন্দীগ্রামে দাঁড়াব, চাইলে দার্জিলিংয়ে দাঁড়াব। এক্ষেত্রে দলের সিদ্ধান্তই চূড়ান্ত। আমাদের দল, আমাদের উপর ছেড়ে দিন।” ২০১৪ সাল থেকে পরপর তিনবার অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে লড়েছেন এবং রেকর্ড ভোটে জয়ী হয়েছেন। সাংসদ হিসেবে তৃতীয় পর্ব চলছে তাঁর। নিজের সংসদীয় কেন্দ্র ডায়মন্ড হারবারে যেমন জনপ্রিয় অভিষেক, তেমন তিনিও জনসমর্থন পেয়ে তাঁদের জন্য ঢালাও কাজ করেন।
সোমবার ‘সেবাশ্রয়-২’ চালু হয়েছে ডায়মন্ড হারবার লোকসভার অন্তর্গত মহেশতলা থেকে। তার উদ্বোধনে গিয়েই এদিন সাংবাদিকদের প্রশ্নের জবাবে সুকান্ত মজুমদারকে একহাত নিলেন অভিষেক। অভিষেক নন্দীগ্রামের দাঁড়াবেন – সুকান্ত মজুমদারের এই মন্তব্য নিয়ে তাঁর প্রতিক্রিয়া জানতে চান সাংবাদিকরা। তাতে ডায়মন্ড হারবারের সাংসদ জবাব দেন, ”দল চাইলে নন্দীগ্রামে দাঁড়াব, চাইলে দার্জিলিংয়ে দাঁড়াব। এক্ষেত্রে দলের সিদ্ধান্তই চূড়ান্ত। আমি দলের অনুগত সৈনিক, যে দায়িত্ব দল দেবে, সেটাই পালন করব।"
