আজ ডি এমদের নিয়ে নবান্নে মুখ্যমন্ত্রীর বৈঠক
আর কাল বিলম্ব না করে দ্রুত উন্নয়নের কাজে ঝাঁপিয়ে পড়তে হবে - সোমবারই এই বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার গুরুত্বপূর্ণ বৈঠক করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চলতি বছরে কোন কোন প্রকল্পে কী কাজ হয়েছে, কোন ক্ষেত্রে অগ্রগতি বা ঘাটতি রয়েছে, তার বিস্তারিত রিপোর্ট ইতিমধ্যেই তৈরি করতে বলা হয়েছিল প্রতিটি দপ্তরের সচিবদের। সেই রিপোর্ট নিয়েই আজ, মুখ্যমন্ত্রী পর্যালোচনা করবেন বলে প্রশাসনিক সূত্রে খবর। এদিক সোমবার নবান্নে একাধিক প্রশাসনিক বিষয় নিয়ে জেলাশাসক, মহকুমাশাসক ও বিডিওদের সঙ্গে ভিডিও কনফারেন্সিংয়ে বৈঠক ছিল মুখ্যসচিব মনোজ পন্থের। সেই বৈঠকে হঠাৎই যোগ দেন মুখ্যমন্ত্রী।
এসআইআর-এর জন্য বাংলার বাড়ি, রাস্তা-সহ উন্নয়নের কাজ যাতে উপেক্ষিত না হয়, সেই নির্দেশ দেওয়ার পাশাপাশি এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের চাপের মুখে ভয় না পাওয়ার বার্তা দেন মমতা। সূত্রের খবর, তিনি পাশে রয়েছেন বলে আশ্বস্ত করে অফিসারদের উদ্দেশে মমতা বলেন, “ওরা একজন এক্স অফিসারকে পাঠিয়েছে। তবে তাতে ভয় পাওয়ার কারণ নেই। দিল্লি পাঠিয়ে দেওয়া হবে, বদলি করে দেওয়া হবে বললেও ভয় পাবেন না। কিচ্ছু ভাববেন না। আপনারা আপনাদের কাজ চালিয়ে যান।”
