Type Here to Get Search Results !

নতুন সাজে সেজে উঠেছে সন্দেশখালির শিশুউদ্যান


 নতুন সাজে সেজে উঠেছে সন্দেশখালির শিশুউদ্যান 


  সন্দেশখালি শিশু উদ্যানে চালু হলো টয়ট্রেন। পরিকল্পনা অনেক দিনের হলেও এবার ট্রেন চলা শুরু হয়েছে। শিশুদের জন্য নতুন আকর্ষণ টয় ট্রেন। উত্তর ২৪ পরগনা জেলার সন্দেশখালির কালিনগর শিশু উদ্যান অবশেষে পেল ঝাঁ চকচকে নতুন চেহারা। দীর্ঘদিন ধরে সংস্কারের অপেক্ষায় থাকা এই উদ্যানটি এখন আবার প্রাণ ফিরে পেয়েছে। এলোমেলো ও জরাজীর্ণ অবস্থা কাটিয়ে নতুন সাজে ফের এলাকার মানুষ ও শিশুদের আকর্ষণের কেন্দ্র হয়ে উঠেছে উদ্যানটি। স্থানীয় মানুষদের অবসর কাটানোর অন্যতম ঠিকানা এই পার্ক। প্রতিদিন সকাল-বিকেল বহু মানুষ এখানে এসে হাঁটাহাঁটি করেন, আড্ডা দেন ও সময় কাটান। শুধু স্থানীয়রাই নন, সুন্দরবনগামী পর্যটকরাও পথের মধ্যে এই উদ্যানে ঢুঁ মারেন। নতুন সাজে তাই ভিড় আরও বাড়বে বলে আশা। এবারের সংস্কারে বিশেষ সংযোজন শিশুদের জন্য টয় ট্রেন।


  ট্রেনের কোচে চড়ে চারপাশ ঘুরে আসতে মুখিয়ে রয়েছে শিশুরা। পাশাপাশি লাগানো হয়েছে নতুন বসার বেঞ্চ, আলোর ব্যবস্থা উন্নত করা হয়েছে, নোংরা জমি পরিষ্কার করে লন তৈরি করা হয়েছে। স্থানীয় মানুষজন জানিয়েছেন, “এটা আমাদের এলাকার গর্ব। নতুন করে সাজানোর পরে এখানে যেন প্রাণ ফিরে এসেছে। বিশেষ করে টয় ট্রেনের সংযোজন শিশুদের খুবই আনন্দ দিচ্ছে।” উদ্যান কর্তৃপক্ষ জানিয়েছে, নিরাপত্তা ও পরিচ্ছন্নতার দিকে কড়া নজর রাখা হচ্ছে। সন্ধ্যার পর বিদ্যুতের আলোয় পার্ক এখন আরও আকর্ষণীয় হয়ে উঠছে। স্থানীয় পূর্ত ও পরিবহন সংস্থার কর্মাধ্যক্ষ সুমিত দাস ডিকো জানান, “এই এলাকার মানুষ বহুদিন ধরে একটি সাজানো-গোছানো উদ্যানে ঘুরতে যাওয়ার অপেক্ষায় ছিলেন। সেই ভাবনাকেই বাস্তবায়িত করা হয়েছে।”

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.