Type Here to Get Search Results !

হিন্দুরা ঐক্যবদ্ধ হচ্ছে' - ব্রিগেড থেকে দিলীপ ঘোষ

 'হিন্দুরা ঐক্যবদ্ধ হচ্ছে' - ব্রিগেড থেকে দিলীপ ঘোষ 



  এবার সম্পূর্ণভাবেই মিলে গেলো ধর্ম ও রাজনীতি। ৫ লক্ষ কন্ঠে গীতাপাঠ যাঁদের নামেই হোক না কেন, ওটা আসলে বিজেপির কর্মসূচি। গীতাপাঠ চলেছে। তারই মাঝে তৃণমূলের উদ্দেশ্যে সতর্কবার্তা ছুঁড়ে দিলেন দিলীপ ঘোষ। অনুষ্ঠান মঞ্চে হাজির হয়ে হিন্দু ঐক্যের ডাক দিলেন বিজেপির জাতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। সরাসরি শাসকদলকে লক্ষ্য করে ছুড়লেন চ্যালেঞ্জও। দিলীপের অভিযোগ, “হিন্দু সমাজ সংগঠিত না থাকার ফলেই বাংলার বিভাজন। আজও লক্ষ লক্ষ মানুষ দাসের মতো জীবন কাটাচ্ছেন। বাংলাদেশে আমাদের ভাইদের উপর অত্যাচার চলছে। মন্দির ভাঙা হচ্ছে, মা-বোনদের সম্মান লুণ্ঠিত হচ্ছে। পশ্চিমবঙ্গ সেই পথে না হাঁটে— সেজন্যই সাধুরা হিন্দু জাগরণের দায়িত্ব নিয়েছেন। লক্ষ লক্ষ মানুষের গীতাপাঠ সেই ভাবনাকেই শক্তিশালী করবে। দ্বিতীয়বার যেন আর কোনও বিভাজন না হয়।”


  তৃণমূলের (TMC) পাল্টা অভিযোগ— বিজেপি ধর্মীয় অনুষ্ঠানের আড়ালে রাজনীতি করছে। এ নিয়ে প্রশ্ন উঠতেই দিলীপের স্পষ্ট জবাব, “ওরা করতে চাইলে করুক। আমাদের আটকাবে কে? রামমন্দির (Ram Mandir) করেছি, কৃষ্ণমন্দির করেছি, এটাও করব।” দিলীপের উপস্থিতি নিয়েই জল্পনা ছিল বিজেপির অন্দরে। সাম্প্রতিক সময়ে রাজ্য বিজেপির বড় কোনও কর্মসূচিতে সে ভাবে তাঁকে দেখা যায়নি। কিন্তু সব জল্পনার অবসান ঘটিয়ে তিনি রবিবারে কর্মসূচিতে এলেন। গত লোকসভা ভোটের আগেও ব্রিগেডে হয়েছিল ‘লক্ষ কণ্ঠে গীতাপাঠ’। কয়েক মাস বাদেই বিধানসভা নির্বাচন। সেই প্রেক্ষিতে রবিবারের আয়োজনকে অত্যন্ত গুরুত্ব দিচ্ছেন উদ্যোক্তারা। সকাল ৯টা থেকে শুরু হয়ে গিয়েছে অনুষ্ঠান, দুপুর ২টো পর্যন্ত চলবে গীতাপাঠ। শুরুতেই ছিল বেদপাঠ।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.