ব্রিগেডে পৌঁছালেন রাজ্যপাল
অনুষ্ঠানটা অবশ্য কোনো রাজনৈতিক দলের নামে নয়। হিন্দুদের একটা সংগঠনের নামে। কিন্তু এর পিছনে যে বিজেপি আছে তা স্পষ্ট। প্রধান আয়োজক স্বামী প্রদীপ্তানন্দ (কার্তিক) মহারাজ। তাঁর সঙ্গেই মঞ্চে থাকার কথা নির্গুনানন্দ ব্রহ্মচারী, বন্ধুগৌরব দাস মহারাজেরও। বিভিন্ন রাজ্য তথা সর্বভারতীয় ক্ষেত্রে সাধুসন্তরা থাকবেন মূল মঞ্চে। আর দুটি মঞ্চে থাকবেন পশ্চিমবঙ্গের সাধুসন্তরা।
ভোর থেকেই বাড়ছে ভিড়, বেলা বাড়তেই কার্যত জনজোয়ার। শঙ্খধ্বনিতে মুখরিত ব্রিগেড। দুপুর পর্যন্ত চলবে অনুষ্ঠান। ৫ লক্ষ কণ্ঠে গীতাপাঠের অনুষ্ঠানে দেখা গেল রাজ্যপাল সিভি আনন্দ বোসকে। গীতা থেকে মহাভারতের কথা শোনা গেল তাঁর মুখে। ভ্রষ্টাচারের বিরুদ্ধে চড়ালেন সুর। ফের মনে করে করালেন শ্রীকৃষ্ণ-অর্জুনের সমীকরণের কথা। কীভাবে মহাভারতের সেই ভয়ঙ্কর যুদ্ধে শ্রীকৃষ্ণ কৃষ্ণকে সঠিক পথ দেখিয়েছিলেন সেই গল্পও শোনালেন। বললেন, “শ্রীকৃষ্ণ বারবার অর্জুনকে বলেছিলেন কর্ম করে যাও অর্জুন। আর আজ বাংলা কাজ করার জন্য প্রস্তুত রয়েছে।”
