Type Here to Get Search Results !

বড়দিনে মুক্তি পাবে অরিন্দম শীল পরিচালিত ‘মিতিন মাসি’

 বিনোদন 



বড়দিনে মুক্তি পাবে অরিন্দম শীল পরিচালিত ‘মিতিন মাসি’


  আবার নতুন রহস্য নিয়ে উপস্থিত হচ্ছে 'মিতিন একটি খুনির সন্ধানে’। সোমবার মুক্তি পেয়েছে এই ছবির গান ‘মায়ার খেলা রে’। জাতীয় পুরস্কারপ্রাপ্ত সঙ্গীতশিল্পী শিল্পা রাওয়ের কণ্ঠে এই গান এক আলাদা মাত্রা পেয়েছে। গোটা গান জুড়েই ফুটে উঠেছে মিতিনের ভূমিকায় কোয়েলের অ্যাকশন দৃশ্য। দুঁদে মহিলা গোয়েন্দা মিতিন দুষ্টের দমনে তৎপর বরাবরের মতোই। একইসঙ্গে দেখা গিয়েছে জমজমাট একটি পার্টির দৃশ্য। সবটাতেই জড়িয়ে রয়েছে আবেগ, ভালোবাসা, অ্যাকশনের মতো বিভিন্ন উপাদানের মিশেল। 


  ইতিমধ্যেই ‘মিতিন’র এই গান বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। অন্যদিকে শিল্পা রাওয়ের মতো পছন্দের গায়িকার কণ্ঠে এমন গান উপহার পেয়ে অনুরাগীরাও বেজায় খুশি। এই গানে শিল্পার পাশাপাশি পুরুষ কণ্ঠে শোনা যাবে রূপম ইসলামের কণ্ঠও।

অন্যদিকে বাংলাতে ফের কাজ করতে পেরে বেজায় খুশি গায়িকা। এ প্রসঙ্গে গায়িকা জানিয়েছেন, “আমার এক অন্য অনুভূতি কাজ করে বাংলা গানের জন্য। বাংলা গান গাইতে পারা, বাংলায় কাজ করতে পারার যে আনন্দ তা আমি এককথায় বলে বোঝাতে পারব না। জিৎ দাকে অনেক ধন্যবাদ আমাকে এই ছবির গান গাইতে আমাকে উৎসাহী করার জন্য। আমার মনে হয় এই গান দর্শক ও শ্রোতাদের মন ছুঁয়ে যাবে।”

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.