Type Here to Get Search Results !

২০ ডিসেম্বর মতুয়াগড় রানাঘাট দিয়েই প্রধানমন্ত্রী শুরু করছেন বাংলার ভোট প্রচার

 


২০ ডিসেম্বর মতুয়াগড় রানাঘাট  দিয়েই প্রধানমন্ত্রী শুরু করছেন বাংলার ভোট প্রচার 


  একথা অস্বীকার করার উপায় নেই যে 'SIR' পর্ব আসার ফলে মতুয়া গড়ে বিজেপির ভোট মানবে। ২০০২ ভোটার লিস্টে নাম ছিল না মতুয়াগড়ের এমন অনেকেই আতঙ্কিত। স্বাভাবিকভাবেই ছাব্বিশের ভোটে মতুয়া অধ্যুষিত এলাকাগুলিতে সমূহ ক্ষতির আশঙ্কা করছে বিজেপি। সম্ভবত সেকারণেই মতুয়া গড় থেকে রাজ্যের ভোটপ্রচার শুরু করতে চান মোদি। ২০ ডিসেম্বর রানাঘাটে সভা করতে চলেছেন প্রধানমন্ত্রী। ভোটার তালিকা সংশোধন হলেই রাজ‌্যে গেরুয়া রাজ শুরু হবে বঙ্গ বিজেপিকে এমন কোনও আশ্বাসবাণী দিলেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।


  আত্মতুষ্টিতে না ভুগে মাঠে নেমে লড়াই করে জয় ছিনিয়ে নিতে হবে বলে সাফ জানালেন তাঁরা। তবে বাংলায় বিদেশিরা ভোট দিচ্ছে। ভোটার তালিকা সংশোধন হলে বহু নাম বাদ যাবে। তাদের বাদ দেওয়াই লক্ষ্য বলে বাংলার সাংসদদের জানান প্রধানমন্ত্রী। এদিন সংসদে বাংলার সাংসদরা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। আবার সংসদের অধিবেশন শেষ হতেই বাংলা নিয়ে ঝাপাচ্ছে বিজেপি। ২০ ডিসেম্বর রাজ্যে যাবেন বলে সাংসদদের জানান। আপাতত প্রধানমন্ত্রী সাতটি সভা করবেন বলে ঠিক হয়েছে। অন্যদিকে, এসআইআর নিয়ে নালিশ জানাতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দেখা করেন অমিত শাহ ও জেপি নাড্ডার সঙ্গে। রাতে ভোটার তালিকা সংশোধন নিয়ে পরবর্তী কৌশল ঠিক করতে রাজ্য নেতৃত্বের সঙ্গে বৈঠক করে কেন্দ্রীয় নেতৃত্ব।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.