Type Here to Get Search Results !

শিবপ্রসাদকে 'না পসন্দ' জিতের

 বিনোদন 



শিবপ্রসাদকে 'না পসন্দ' জিতের 


  বর্তমান সময়ে শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা হলেন এমন দুই পরিচালক যারা নিজেদের অন্যরকম ছবির মাধ্যমে দর্শকদের মন জয় করে নিচ্ছেন বারবার। চলতি বছরই মুক্তি পেয়েছে ‘রক্তবীজ ২’, যেখানে পরিচালনা করার পাশাপাশি শেষ দৃশ্যে নিজে অভিনয় করেছেন শিবপ্রসাদ। যদিও এর আগে একাধিক ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছে শিবপ্রসাদকে। শিবপ্রসাদ এবং নন্দিতার ছবিতে এখনও পর্যন্ত একাধিক অভিনেতা অভিনেত্রীকে অভিনয় করতে দেখা গেলেও বাংলার অন্যতম সুপারস্টার জিৎ আজও সেই তালিকায় নাম লেখাতে পারেননি।


  কেন শিবপ্রসাদের সঙ্গে অভিনয় করেননি জিৎ, আনন্দলোককে দেওয়া সাক্ষাৎকারে অভিনেতা জানান শিবপ্রসাদের সঙ্গে কাজ না করার পেছনের আসল সত্যতা। জিৎ বলেন, ‘মাঝেমধ্যেই শিবপ্রসাদের সঙ্গে আমার কথা হয় একসঙ্গে কাজ করার কিন্তু সেই সুযোগ আর হয়ে ওঠে না। তবে নিয়ম করে প্রতিবছর শিবপ্রসাদের সঙ্গে ছবি নিয়ে আমার কথা হয়।’ জিৎ আরও বলেন, ‘কখনও গল্প পছন্দ হয় না কখন আবার শিবুকেই পছন্দ হয় না আমার! মানে বলতে চাইছি মাঝেমধ্যে শিবুর কথাবার্তাই আমার পছন্দ হয় না। তাই একসঙ্গে কাজ করে ওঠা হয় না। যদিও আমরা দুজনেই চাই একসঙ্গে কাজ করতে তাই দেখা যাক কবে সেই সুযোগ আসে।’

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.