বিনোদিন
পথকুকুরদের খাওয়াতে গিয়ে বিপদে পড়লেন অভিনেত্রী সায়ন্তনী
সদ্য পথকুকুরদের নিয়ে সুপ্রিম কোর্ট একটি রায় দিয়ে দিল্লির রাস্তাকে পথকুকুর মুক্ত করার নির্দেশ দিয়েছেন। আর শনিবার সেই রায়কে পুনঃরবিবেচনা করার আবেদন করেছেন ৫০ হাজার পশুপ্রেমী। সেই অবস্থাতেই কসবায় পথ কুকুরদের খাওয়ানো নিয়ে ঘটে গেলো এক অপ্রীতিকের ঘটনা। কসবাতে পথকুকুরদের খাওয়ানো নিয়ে বচশা, সায়ন্তনী মল্লিক নামে এক অভিনেত্রী ও তার স্বামী কে মারধর স্থানীয় কিছু লোকের বিরুদ্ধে ।
কসবা থানায় অভিযোগ দায়ের। আতঙ্কে রয়েছে অভিনেত্রী ও তার পরিবার পথকুুকুরদের খাওয়াতে গিয়ে কসবায় আক্রান্ত অভিনেতা দম্পতি। পথকুকুরদের খেতে দিতে গিয়ে ঝামেলা। স্থানীয় কয়েকজনের ক্ষোভের মুখে অভিনেতা দম্পতি! অভিনেতা সায়ন্তনী মল্লিককে মারধর।
