Type Here to Get Search Results !

৯ ডিসেম্বর মুখ্যমন্ত্রী যাচ্ছেন কোচবিহারে


 ৯ ডিসেম্বর মুখ্যমন্ত্রী যাচ্ছেন কোচবিহারে 


  কোচ-রাজবংশী সম্প্রদায়কে ফিরে পেতে মরিয়া মমতা বন্দ্যোপাধ্যায়। তাই বার বার তিনি যাচ্ছেন উত্তরবঙ্গ। এবার লক্ষ্য কোচবিহার। নবান্ন সূত্রে জানা যাচ্ছে, আগামী ডিসেম্বরে কোচবিহার সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দীর্ঘদিন পর রাসমেলা ময়দানে জনসভা করার কথা তাঁর। মুখ্যমন্ত্রীর সফর ঘিরে প্রস্তুতি তুঙ্গে জেলা তৃণমূল নেতৃত্বের। জানা গিয়েছে, আগামী ৯ ডিসেম্বর, মঙ্গলবার সকালে কোচবিহার পৌঁছবেন মুখ্যমন্ত্রী। রাসমেলা ময়দানে বড়সড় জনসভার আয়োজন করা হচ্ছে। পরে তিনি প্রশাসনিক বৈঠক করতে পারেন। তবে সেই সূচি এখনও চূড়ান্ত নয়। জেলা নেতৃত্বের মতে, এসআইআর প্রক্রিয়া চলাকালীন মুখ্যমন্ত্রীর এই জনসভা বিশেষ তাৎপর্যপূর্ণ হতে চলেছে। এনিয়ে কী বক্তব্য দেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেদিকে নজর রাজনৈতিক মহল থেকে আমজনতা সকলেরই। এই মুহূর্তে কোচবিহার প্রশাসন ও কোচবিহার জেলা তৃণমূল চূড়ান্ত ব্যস্ত মুখ্যমন্ত্রীর সফর নিয়ে।


  মুখ্যমন্ত্রীর আসন্ন সফর নিয়ে রবিবার কোচবিহার জেলা তৃণমূল সভাপতি অভিজিৎ দে ভৌমিক জানিয়েছেন, ”আগামী ৯ ডিসেম্বর, মঙ্গলবার সকাল সকাল সাড়ে ১১টা নাগাদ কোচবিহার রাসমেলা ময়দানে মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐতিহাসিক জনসভা হবে। তার জন্য আজ (১ ডিসেম্বর) বেলা ১১ টায় জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে ব্লক সভাপতিদের নিয়ে জরুরি সভা ডাকা হয়েছে। আগামী ২ তারিখ বিকেল পাঁচটায় রবীন্দ্রভবনে জেলার প্রস্তুতি সভা। উপস্থিত থাকবেন জেলার মন্ত্রী, বিধায়ক, সাংসদ, প্রাক্তন বিধায়ক, প্রাক্তন সাংসদ, সমস্ত জেলা কমিটি, ব্লক সভাপতি, পঞ্চায়েত সমিতির সভাপতি, সহ-সভাপতি, অঞ্চল সভাপতি, চেয়ারম্যান, পঞ্চায়েতের প্রধান-উপপ্রধান, শাখা সংগঠনের জেলা সভাপতি ও ব্লক সভাপতি। থাকবেন পৌরসভার পৌরপতি ও উপ পৌরপতি, সমস্ত কাউন্সিলর, ওয়ার্ড সভাপতি।এর আগে মুখ্যমন্ত্রী এখানে এলেও মন্দিরে পুজো দিয়ে চলে গিয়েছেন।"

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.