Type Here to Get Search Results !

রবিবার ব্রিগেডে '৫ লক্ষ কন্ঠে গীতাপাঠ' - সম্পূর্ণ প্রস্তুতি সারা

 রবিবার ব্রিগেডে '৫ লক্ষ কন্ঠে গীতাপাঠ' - সম্পূর্ণ প্রস্তুতি সারা 




   গতবারের তুলনায় এবার আরো অনেক বেশি প্রস্তুতি নিয়ে নামছেন সনাতন সংস্কৃতি সংসদ। ইতিমধ্যে জানিয়ে দেওয়া হয়েছে ড্রেস কোড - পুরুষদের সাদা ধুতি-পাঞ্জাবী ও মহিলাদের লালপেড়ে সাদা কাপড়। কলকাতার ব্রিগেড ময়দান আবারও ইতিহাসের সাক্ষী হতে চলেছে। আগামী ৭ ডিসেম্বর, রবিবার সনাতন সংস্কৃতি সংসদের উদ্যোগে আয়োজিত হতে চলেছে বিশাল ধর্মীয় সমাবেশ, ‘পাঁচ লক্ষ কণ্ঠে গীতাপাঠ’। আয়োজকদের দাবি, বাংলায় তো বটেই, সমগ্র দেশেও এত বড় মাপের সমবেত গীতাপাঠ এই প্রথমবার হতে চলেছে। রেকর্ড গড়ার প্রত্যাশায় তাই জোর প্রস্তুতি চলছে ময়দানে। শুক্রবার সাংবাদিক সম্মেলনে কর্মসূচির খুঁটিনাটি জানালেন কার্তিক মহারাজ। তিনি জানান, মুখ্যমন্ত্রী সহ রাজ্যের বেশ কয়েকজন মন্ত্রীকে আমন্ত্রণ পাঠানো হয়েছে। তাঁর কথায়, 'মুখ্যমন্ত্রী এলে আমাদের বিশেষ আনন্দ হবে। এই অনুষ্ঠান সম্পূর্ণ সামাজিক ও আধ্যাত্মিক উদ্দেশ্যে।' তবে এর পিছনে বিন্দুত্ববাদী কোনো রাজনৈতিক দল আছে কিনা তা রবিবার বোঝা যাবে।


  বারে বারে প্রশ্ন উঠেছে, এ আয়োজনের পিছনে কি কোনও রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে? কার্তিক মহারাজ অবশ্য তা সাফ খারিজ করে বলেন, 'আমাদের অনুষ্ঠানের সঙ্গে ভোট- রাজনীতির কোনও সম্পর্ক নেই। সমাজে যে অবক্ষয় তৈরি হয়েছে, তা কাটাতে আত্মিক চর্চাই প্রয়োজন। গীতাপাঠ সেই পথেই একটি সামান্য প্রয়াস।' তিনি আরো বলেন, আরও বলেন, 'পশ্চিমবঙ্গ বহু যুগ ধরেই আধ্যাত্মিক ও সাংস্কৃতিক পরম্পরার কেন্দ্র। সেই ঐতিহ্যকে সামনে রেখে মঠ-মন্দির, আশ্রম, বিভিন্ন সামাজিক সংগঠন এবং শিক্ষাপ্রতিষ্ঠানকে সঙ্গে নিয়েই এই মহাযজ্ঞের আয়োজন করা হয়েছে।' আয়োজকদের আশা, গীতাপাঠের মাধ্যমে সমাজে সম্প্রীতি, স্থিতি ও আধ্যাত্মিকতার নব বার্তা পৌঁছে যাবে। সমাবেশে সভাপতিত্ব করবেন গীতা মণীষী মহামণ্ডলের স্বামী জ্ঞানানন্দজী মহারাজ। প্রধান অতিথি হিসেবে থাকছেন পদ্মভূষণ সাধ্বী ঋতম্বরা। সম্মানীয় অতিথি বাবা রামদেব এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাগেশ্বরধামের ধীরেন্দ্র শাস্ত্রী।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.