একটু ঘুরিয়ে কল্যাণ বললেন - যতদিন মমতা, ততদিন তৃণমূল
তৃণমূলের শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় চিরকালই বিতর্কের মধ্যে থাকতে ভালোবাসেন। এবারও তিনি দিল্লিতে নরেন্দ্র মোদীকে নিয়ে একটি মন্তব্য করতে গিয়ে টেনে আনলের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। সংসদের বাইরে সংবাদ মাধ্যমের সামনে শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, 'যতদিন নরেন্দ্র মোদী থাকবেন, ততদিন বিজেপি থাকবে। নরেন্দ্র মোদী না থাকলে বিজেপিও থাকবে না, ক্ষমতা থেকেই চলে যাবে। ২০১৪ এর আগে ভেবেছিলে কেউ যে নরেন্দ্র মোদী ক্ষমতায় আসবেন, এত দিন থাকবেন? ওই সময় তো সবাই ছিলেন। রাজনাথ সিং ছিলেন, অমিত শাহ ছিলেন, নিতিন গডকড়ী ছিলেন। সবাই ছিলেন। তাঁরা তো (ক্ষমতায়) আনতে পারেননি। মোদী চলে গেলেই কোথাও আর পদ্মফুল ফুটবে না। কিন্তু যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় আছে, কেউ কিছু বদলাতে পারবে না। পশ্চিমবঙ্গের মানুষ যার উপর সবচেয়ে বেশি বিশ্বাস করে, তাঁর নাম মমতা বন্দ্যোপাধ্যায়।' কিন্তু তারপরে? সেই বিষয়ে অবশ্য কল্যাণ নীরব থেকেছেন।
বর্ষীয়ান নেতা তথা শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য স্পষ্ট, 'পশ্চিমবঙ্গে মানুষ একজনকেই ভালোবাসে, বিশ্বাস করে, আর তিনি মমতা বন্দ্যোপাধ্যায়। দলটা তাঁর নামেই চলে' কল্যাণের কথায় মোদী-তুলনা ছিল চোখে আঙুল দিয়ে দেখানোর জন্য। তিনি বলেন, 'যতদিন নরেন্দ্র মোদী আছেন, ততদিন বিজেপি আছে। মোদী চলে গেলে বিজেপি থাকবে না। ২০১৪-র আগে কেউ কি ভেবেছিল নরেন্দ্র মোদী এসে এতদিন থাকবেন? ঠিক একইভাবে, যতদিন মমতা দি আছেন, ততদিন কেউ কিছু করতে পারবে না।' এই একটি বাক্যে কল্যাণ যেন দলের অন্দরের সব সন্দেহ দূর করে দিতে চাইলেন – তৃণমূল মানে মমতা, আর মমতা মানেই তৃণমূল। কল্যাণের এই কথায় তৈরী হয়েছে নতুন বিতর্ক। তাহলে কি অভিষেকের উপর আস্থা রাখছেন মা কল্যাণ? - এই প্রশ্নই সামনে এসেছে।
