Type Here to Get Search Results !

বারাণসীর ঘাটে প্রদীপে প্রদীপে লেখা ‘ওয়েলকাম পুতিন’

 বারাণসীর ঘাটে প্রদীপে প্রদীপে লেখা ‘ওয়েলকাম পুতিন’




  বিশ্বরাজনীতির জগতে ভারত চিকালই রাশিয়ার দিকে। তবে ইদানিং অবশ্যই মোদী ও ট্রাম্পের বন্ধুত্ব সকলের নজর কেড়েছে। কিন্তু রাশিয়ার ভারতের স্বাভাবিক বন্ধু। রুশ প্রেসিডেন্ট বিমান থেকে নামতেই মোদী ও পুতিন পরস্পরকে আলিঙ্গন করেন। তৈরি হয় এক উষ্ণ মুহূর্ত। আর ঠিক সেই সময়ই বারাণসীর ঘাটে দেখা যায় প্রদীপে প্রদীপে লেখা ‘ওয়েলকাম পুতিন’। এভাবেই বিদেশি ‘মেগা’ অতিথিকে স্বাগত জানানো হল। ভাইরাল হয়ে গিয়েছে সেই ভিডিও।


  এদিন তেল কূটনীতি, শুল্ক সংশয়, রণদামামার মাঝেই ‘বন্ধু’ পুতিনকে লাল কার্পেট বিছিয়ে স্বাগত জানাতে দেখা গিয়েছে মোদিকে। নিজের গাড়িতে চাপিয়ে পুতিনকে বিমানবন্দর থেকে বের করলেন। বুঝিয়ে দিলেন, মার্কিন ভ্রূকুটিতে ভীত নয় ভারত। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পরে, বিশেষত অপারেশন সিঁদুর পরবর্তী সময়ে পুতিনের প্রথমবারের ভারত সফর একাধিক কারণে তাৎপর্যপূর্ণ। স্বাভাবিক ভাবেই তাঁর দু’দিনের সফর ঘিরে প্রত্যাশা বাড়ছে।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.