Type Here to Get Search Results !

পুতিন ধূমপায়ী নন, কিন্তু দিল্লিতে তিনি খাবেন ২৫টি সিগারেট

 পুতিন ধূমপায়ী নন, কিন্তু দিল্লিতে তিনি খাবেন ২৫টি সিগারেট 




  বিষয়টা অবাক হওয়ার মতো হলেও সত্য। শুধু পুতিন নয়, যেকোনো অ-ধূমপায়ী দিল্লিতে প্রতিদিন ২২/২৩টা সিগারেট খান। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা নাগাদ দিল্লির পালাম বিমানবন্দরে বিমান থেকে নেমে আসেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার রাত ৯টা নাগাদ ফের মস্কোর উদ্দেশে উড়ে যাওয়ার কথা তাঁর বিমানের। সুতরাং ২৪ ঘণ্টার কিছু বেশি সময় তিনি থাকবেন ‘দূষণে জর্জরিত’ রাজধানীতে। অর্থাৎ ধূমপায়ী না হয়েও রুশ প্রেসিডেন্টকে একদিনের মধ্যেই খেতে হবে ২৫টি সিগারেট! কেননা দিল্লির বাতাসে নিঃশ্বাস নেওয়া এখন একদিনে ২৫টি সিগারেট খাওয়ারই সমতুল। দীপাবলির পর থেকেই বিষাক্ত হয়ে উঠেছে দিল্লির বাতাস। তাই ‘ক্লাউড সিডিং’-এর ব্যবস্থা করেছিল দিল্লি সরকার। সম্প্রতি তার ট্রায়ালও হয়। কিন্তু বৃষ্টি হয়েছে না-হওয়ার-মতো। অথচ ইতিমধ্যেই তিনটি ব্যর্থ ট্রায়াল বাবদ প্রায় ১.০৭ কোটি টাকা খরচ হয়ে গিয়েছে। কিন্তু লাভের লাভ কিছু হয়নি। বরং লাফিয়ে বেড়েছে দূষণ। 


  দূষণ যে শিশু ও বর্ষীয়ানদের জন্য বিপজ্জনক হয়ে উঠেছে, সেব্যাপারে সতর্ক করছেন বিশেষজ্ঞরা। অনেকেরই চোখজ্বালা ও ক্রমাগত কাশির উপসর্গ রয়েছে। জল স্প্রে করে দূষণকে নিয়ন্ত্রণ করার চেষ্টা হচ্ছে। এই পরিস্থিতিতে দিল্লিতে পুতিন। স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠছে রাজধানীর দূষণের সম্মুখীন পুতিনকে নিয়ে। উল্লেখ্য, ইউক্রেন যুদ্ধের পর প্রথমবার ভারত সফরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার সন্ধেয় দিল্লির পালাম বিমানবন্দর সাক্ষী থেকেছে ভারত-রুশ সম্পর্কের এক নতুন অধ্যায়ের।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.