'স্বাস্থ্যবন্ধু' প্রকল্পের ব্যাপক সাফল্যর কথা জানালেন মুখ্যমন্ত্রী
মুখ্যমন্ত্রীর মস্তিস্ক প্রসুত 'স্বাস্থ্যবন্ধু' প্রকল্পে মানুষের প্রচুর সারা পাওয়া যাচ্ছে। মানুষের দোরগোড়ায় চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে ভ্রাম্যমাণ চিকিৎসা ইউনিটের মতো অভিনব উদ্যোগ নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার সমাজমাধ্যমে এই প্রকল্পের সাফল্য তুলে ধরে মমতা জানান, মাত্র ২০ দিনেই ক্যাম্পে আসা মানুষের সংখ্যা এক লক্ষ পার হয়ে গিয়েছে। একইসঙ্গে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ১১০টি ভ্রাম্যমাণ চিকিৎসা ইউনিটকে জনসেবায় যুক্ত করা হয়েছে। আরও ১০০টি ইউনিট শীঘ্রই এই পরিষেবায় যোগদান করবে। ‘এটি আমাদের সরকারের আরেকটি জনবান্ধব উদ্যোগ।’
এখন পর্যন্ত ১০২৭টি শিবির আয়োজন করা হয়েছে। এই শিবিরগুলিতে যাঁরা এসেছেন তাঁদের মধ্যে বেশিরভাগই মহিলা এবং বয়স্ক। তাঁর কথায়, “এই শিবিরগুলিতে শত শত অভাবী মানুষ বিনামূল্যে ল্যাব পরীক্ষা, ইসিজি এবং ইউএসজি-সহ প্রয়োজনীয় চিকিৎসা পরিষেবা গ্রহণের জন্য আসছেন, বিশেষ করে বয়স্ক ব্যক্তি এবং মহিলাদের সেবা প্রদানের জন্য।” স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, একেকটি ভ্রাম্যমাণ চিকিৎসা ইউনিট যেন ছোট্ট একটি অত্যাধুনিক হাসপাতালের খুদে সংস্করণ। যেখানে হিমোগ্লোবিন, কমপ্লিট ব্লাড কাউন্ট, প্রেগন্যান্সি, কোলেস্টেরল, কিডনি, লিভার ফাংশন, ইউরিক অ্যাসিড, ইসিজি, চেস্ট এক্সরে-সহ ৩৫ ধরনের টেস্ট করার ব্যবস্থা রয়েছে।
