Type Here to Get Search Results !

ঘূর্ণিঝড় দিতওয়ার তাণ্ডবে একেবারে লন্ডভন্ড শ্রীলঙ্কা

 আন্তর্জাতিক 



ঘূর্ণিঝড় দিতওয়ার তাণ্ডবে একেবারে লন্ডভন্ড শ্রীলঙ্কা


  একদিকে প্রবল বর্ষণ, অন্যদিকে ভূমিধসে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে। দ্বীপরাষ্ট্রে ভয়াল এই ঘূর্ণিঝড়ে ক্রমশ বাড়ছে মৃতের সংখ্যা। বহু মানুষ নিখোঁজ। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়েছে উদ্ধারকাজ। এই পরিস্থিতিতে প্রতিবেশী দেশের সংকটে পাশে দাঁড়িয়ে ‘অপারেশন সাগর বন্ধু’ শুরু করেছে ভারত। সে দেশের মানুষের কথা ভেবে পাঠানো হয়েছে ত্রাণ। কিন্তু ভয়াল পরিস্থিতিতে শ্রীলঙ্কায় আটকে পড়েছেন বহু পর্যটক। যার মধ্যে রয়েছে বহু ভারতীয়ও। আটকে থাকা ভারতীয়দের উদ্ধারে ইতিমধ্যে এগিয়ে এসেছে ভারতীয় হাই কমিশন। চালু করা হয়েছে হেল্পলাইন নম্বর।


  কলম্বোর ব্যান্ডারানাইকে আন্তর্জাতিক বিমানবন্দরে খোলা হয়েছে জরুরি সহায়তা ডেস্ক। যেখানে সে দেশে আটকে পড়া ভারতীয়রা গিয়ে রেজিস্ট্রেশন করতে পারবেন। এছাড়াও অনলাইনের মাধ্যমেও রেজিস্ট্রেশন করা যাবে। এজন্য ভারতীয় হাই কমিশনের তরফে একটি অনলাইনে লিঙ্ক জারি করা হয়েছে। এছাড়াও হাই কমিশনের তরফে জারি করা এই +94 773727832- হেল্পলাইন নম্বরেও শ্রীলঙ্কায় আটকে পড়া ভারতীয়রা যোগাযোগ করতে পারবেন বলে জানানো হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.